SSC Scam: মমতা সরকারের দিকেই অভিযোগ, নিয়োগ দুর্নীতিতে সিবিআই চার্জশিট

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। চারটি মামলাতে অতিরিক্ত চার্জশিট জমা পড়ল। সোমবার নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং…

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিল সিবিআই। চারটি মামলাতে অতিরিক্ত চার্জশিট জমা পড়ল।

সোমবার নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি এবং গ্রুপ ডি’র মামলায় চূড়ান্ত চার্জশিট পেশ করা হয় আলিপুরে বিশেষ সিবিআই আদালতে। নবম, দশম মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ ৭ জনের নাম রয়েছে বলে খবর।

গ্রুপ সি মামলার চার্জশিটে রয়েছে শিক্ষাদফতরের এক উচ্চপদস্থ আধিকারিকের নাম। আগামী সপ্তাহে প্রাথমিক মামলায়ও চূড়ান্ত চার্জশিট পেশ হতে পারে বলে সূত্রের খবর।
উচ্চ আদালত জানিয়েছিল, জানুয়ারির নির্দিষ্ট তারিখের মধ্যে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ করতে হবে। সেই নির্দেশ মেনে সোমবার চার্জশিট জমা করল সিবিআই। নিয়োগ দুর্নীতিতে একসঙ্গে চারটি মামলায় অতিরিক্ত চার্জশিট দিচ্ছে সিবিআই।

প্রসঙ্গত, গত নভেম্বরে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, এসএসসিতে নিয়োগ দুর্নীতির অভিযোগে যে তদন্ত করছে সিবিআই, সেই সমস্ত তদন্ত পরের দু’মাসের মধ্যে শেষ করতে হবে। সেই মতো ৮ জানুয়ারি চূড়ান্ত চার্জশিট দিল সিবিআই। জানাল, চারটি মামলায় তাদের তদন্ত শেষ।