পঞ্চায়েত নির্বাচনের গরম হাওয়ার মাঝে নিয়োগ দুর্নীতিতে (ssc scam) চাঞ্চল্যকর মোড়। মুখ্যমন্ত্রীর বিশেষ আস্থাভাজন বলে পরিচিত প্রাক্তন শিক্ষা সচিব মণীশ জৈনকে জেরা করতে ডাকল সিবিআই
নিয়োগ দুর্নীতি মামলায় ফের রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মনীশ জৈনকে তলব করল সিবিআই। বৃহস্পতিবার নিজাম প্যালেসে জৈনকে হাজিরার নির্দেশ দেওয়ার হলো।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়সহ শিক্ষা দফতরের উচ্চপদস্থ একাধিক আধিকারিক জেলে বন্দি। জানা যাচ্ছে তাঁদেরকে জেরা করে গুরুত্বপূ্র্ণ তথ্য পেয়েছে সিবিআই। তার ভিত্তিতে জিজ্ঞাসাবাদ করা হবে মণীশ জৈনকে।
নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে সরগরম গোটা বাংলা। জানা যাচ্ছে, পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই ফের তলব করা হয়েছে মনীশ জৈনকে। নিয়োগ দুর্নীতি মামলায় সরাসরি তার কোনও যোগ ছিল কি না, সে বিষয়ে আধিকারিকরা কিছু জানাননি।
মনীশ জৈন গোটা বিষয়টা জানতেন বলেই ধারণা সিবিআইয়ের।একাধিক ফাইলেও নাকি সই মিলেছে তাঁর। আগামিকাল জিজ্ঞাসাবাদ করলে এই সংক্রান্ত তথ্য মিলবে বলেই আশাবাদী তদন্তকারীরা।
উল্লেখ্য, এর আগে গতবছর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে নিজাম প্যালেসে যান রাজ্যের প্রাক্তন শিক্ষাসচিব মণীশ জৈন। প্রায় ৫ ঘণ্টা নিজাম প্যালেস জিজ্ঞাসাবাদ হয় তার।