SSC Scam: তৃণমূল মহাসচিব পার্থর বান্ধবী অর্পিতার ফ্ল্যাটে টাকা গুণতে রাত কাবার হবে

কত টাকা? ফের চোখ কপালে ইডির। রাত কাবার হয়ে যাবে। আনা হচ্ছে পাঁঁচটি টাকা গোনার যন্ত্র। এসএসসি দুর্নীতিতে ধৃত তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী…

কত টাকা? ফের চোখ কপালে ইডির। রাত কাবার হয়ে যাবে। আনা হচ্ছে পাঁঁচটি টাকা গোনার যন্ত্র। এসএসসি দুর্নীতিতে ধৃত তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতার ঘরে কত টাকা মজুত করা হয়েছিল তার সঠিক হদিস জানে না ইডি। গণনা চলছেই।

এর আগে টালিগঞ্জের ফ্ল্যাটে ২২ কোটি টাকা ও বিদেশি মুদ্রা সহ বিপুল সম্পত্তির হদিস পায় ইডি। এছাড়া রাজ্য জুড়ে একের পর এক বাগানবাড়ি ও ফ্ল্যাটের সন্ধান মিলেছে।

পর এবার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার বাড়িতেও টাকার সন্ধান পেল ইডির আধিকারিকরা। জানা গিয়েছে, ইতিমধ্যে টাকা গোনার মেশিন নিয়ে আসা হয়েছে। টাকা গোনার জন্য ব্যাঙ্ক কর্মীদেরও ডেকে পাঠিয়েছেন ইডির আধিকারিকরা বলে খবর।

প্রশ্ন উঠছে, এর আগে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে ইডির আধিকারিকরা ২১ কোটি টাকা পেয়েছিল তাহলে বেলঘরিয়ার বাড়ি থেকে তাঁরা কত টাকা পেলেন? যদিও এ বিষয়ে ইডির তরফ থেকে কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, বুধবার সকাল থেকে অর্পিতা মুখ্যোপাধ্যায়ের একাধিক ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডির আধিকারিকরা৷ অর্পিতার বেলঘরিয়ার রথতলার ক্লাব টাউনের ফ্ল্যাটে উদ্ধার হয়েছে টাকা৷ এদিন অর্পিতার বেলঘরিয়ার পৈতৃক বাড়ির পাশাপাশি ক্লাবটাউনের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি৷ প্রথমে এই ফ্ল্যাটের চাবি মিলছিল না৷ পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ইডির আধিকারিকরা৷ সেখান থেকেই উদ্ধার হয় টাকা৷

এসএসসি দুর্নীতিকাণ্ডে যত সময় এগোচ্ছে ততই উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। শুক্রবার সকাল থেকে ইডির আধিকারিকরা ম্যারাথন জেরা চালান রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। সেইসঙ্গে ইডির আর একটি দল পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে হানা দেয়। তল্লাশি চালানোর পরেই চোখ কপালে উঠে যায় আধিকারিকদের। বেরিয়ে আসে ৫০০, ২০০০ এর নোটের বান্ডিল। সেই টাকা গুনতে গিয়ে কার্যত কালঘাম ছুটে যায় আধিকারিকদের। নিয়ে আসা হয় নোট গোনার মেশিনও।

সেইসময়ে টাকার পরিমাণ ২১ কোটি ছাড়িয়ে গিয়েছিল। উদ্ধার হয় প্রায় ৮০ লক্ষ টাকার সোনার গয়না ও বিদেশী মুদ্রা। মিলেছিল একাধিক জমির দলিল৷ টাকা গুনতে ১২ ঘন্টার অধিক সময় লাগে ইডির৷