TMC: গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে তৃ়ণমূল প্রতিষ্ঠা দিবসে মমতার বার্তা ‘সবাই অঙ্গীকারবদ্ধ’

আজ সোমবার তৃণমূল কংগ্রেসের (TMC) ২৭ তম প্রতিষ্ঠা দিবস। দলের প্রতিষ্ঠা দিবসে নেতা, কর্মী ও সমর্থকদের বিশেষ বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে…

Mamata Banerjee

আজ সোমবার তৃণমূল কংগ্রেসের (TMC) ২৭ তম প্রতিষ্ঠা দিবস। দলের প্রতিষ্ঠা দিবসে নেতা, কর্মী ও সমর্থকদের বিশেষ বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দলের প্রতিষ্ঠা দিবসে সর্বস্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘মা-মাটি-মানুষের সেবা ১৯৯৮ সালের পয়লা জানুয়ারি তৃণমূলের পথচলা শুরু হয়েছিল। এই ঐতিহাসিক যাত্রাপথে দেশমাতৃকার সম্মান, বাংলা মায়ের স্বার্থ এবং মানুষের গণতান্ত্রিক অধিকার আমাদের মূল দিশারি ছিল। আজও আমাদের দলের সকল কর্মী সমর্থক এইসব লক্ষ্যে অবিচল এব অঙ্গীকারবন্ধ। তাঁদের নিরলস আত্মত্যাগকে আমি বিনম্র চিত্তে সম্মান ও শ্রদ্ধা জানাই। তৃণমূল কংগ্রেস পরিবার আজ অগণিত মানুষের আশীর্বাদ, ভালবাসা ও দোয়ায় পরিপূর্ণ। আপনাদের অকুণ্ঠ সমর্থনকে পাথেয় করেই বৃহৎ গণতান্ত্রিক দেশের প্রত্যেকটি মানুষের জন্য লড়াই চালিয়ে যাব আমরা। কোনওরকম অপশক্তির কাছে মাথা নত নয়। সকল রক্তচক্ষুকে উপেক্ষা করেই সাধারণ মানুষের জন্য আমাদের সংগ্রাম আজীবন চলবে। মা, মাটি, মানুষ পরিবারের সকল কর্মী, সমর্থক এবং সদস্যকে প্রণাম ও শ্রদ্ধা। জয় হিন্দ, জয় বাংলা।’

দলের ২৭ তম প্রতিষ্ঠা দিবসে বার্তা দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কয়েকদিন ধরে তৃণমূল সাংসদকে নিয়ে সংবাদমাধ্যমে নানা চর্চা চলছে। এদিন ব্যক্তিগত সোশ্যাল হ্যান্ডেলে দলনেত্রী ও নিজের ছবি সম্বলিত বার্তায় অভিষেক লেখেন, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রাজ্যবাসী তথা দেশবাসীর স্বার্থে মা-মাটি-মানুষ সর্বদা নিয়োজিত। তৃণমূল কংগ্রেস পরিবারের সকল কর্মীর আত্মত্যাগ এবং নিরলস প্রচেষ্টাকে আমার কুর্ণিশ। তাঁরাই আমাদের দলের মেরুদণ্ড। নতুন বছরে নব উদ্যমে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত হন। সকল ক্লেদ, বিবাদ, গ্লানি মুছে যাক সুখের পরশে।’

Advertisements

উল্লেখ্য, প্রত্যেক বছরই দলের প্রতিষ্ঠা দিবস গোটা রাজ্যজুড়ে পালন করে তৃণমূল। দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বিশেষ দিনটি পালন করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। মেট্রোপলিটনের জলের অস্থায়ী সদর দফতরে দলীয় পতাকা উত্তোলন করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।