Happy New Year 2024: করিনা-বরুণের বছর শুরুর পার্টির ঝলক দেখেছেন! দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

Happy New Year 2024: নতুন বছর 2024 শুরু হয়েছে। সারাবিশ্বে গভীর রাত পর্যন্ত স্বাগত জানানো হয়েছে নতুন বছরকে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা, প্রত্যেকেই…

Happy New Year 2024

Happy New Year 2024: নতুন বছর 2024 শুরু হয়েছে। সারাবিশ্বে গভীর রাত পর্যন্ত স্বাগত জানানো হয়েছে নতুন বছরকে। সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা, প্রত্যেকেই প্রিয়জনদের সঙ্গে এই দিনটি উদযাপন করছেন। ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছেন। অমিতাভ বচ্চন, অনিল কাপুর, অজয় ​​দেবগন, বরুণ ধাওয়ান সহ ইন্ডাস্ট্রির সমস্ত তারকারাও রয়েছেন একই মোড়ে। একনজরে দেখে নেওয়া যাক তারকাদের সেলিব্রেশনের ঝলক।

বরুণ ধাওয়ান- নববর্ষ উদযাপন করতে স্ত্রী নাতাশাকে নিয়ে দুবাই পৌঁছেছেন বরুণ ধাওয়ান। গভীর রাতে, দুবাইতে জাঁকজমকভাবে নতুন বছর শুরু করেছিলেন তাঁরা। অভিনেতা সোশ্যাল মিডিয়ায় উদযাপনের ভিডিওটি শেয়ার করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, বিদায় বলবেন না, হ্যালো বলুন #2024।

   

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by VarunDhawan (@varundvn)

করিনা কাপুর খান- 2023 সালকে বিদায় জানাতে এবং নতুন বছরকে স্বাগত জানিয়ে কারিনা কাপুর খান তার ইনস্টাগ্রামে একটি পারিবারিক ছবি শেয়ার করেছেন। এদিন সুইজারল্যান্ডে দেশি স্টাইলে দেখা যায় অভিনেত্রীকে। মখমল শারার স্যুট পরে চুলে একটি লাল গোলাপ লাগিয়েছিলেন নায়িকা। এদিন অভিনেতা সইফ আলি খান সাদা শার্ট এবং আকর্ষণীয় টাই সহ স্যুটে বেশ সুদর্শন দেখাচ্ছিলেন (Happy New Year 2024)।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

উল্লেখ্য, এদিন কারিশমা কাপুর বোন কারিনার সঙ্গে সুইজারল্যান্ডে যাননি। বরং ভারতেই নতুন বছর উদযাপন করছেন নায়িকা। এই দিন অভিনেত্রী তার দুই সন্তানের সঙ্গে কেরালাতেই পার্টি করেছেন বলে খবর।