বৈশাখীর সাথে গোল গোল বেলুন চটকালেন শোভন

তৃণমূল কংগ্রেসে ফের ঢোকার পথ তৈরি হয়ে গেছে। অনেকটা রিল্যাক্স এখন বৈশাখী ও শোভন। শুক্রবার তারা দুজনেই গোল গোল বেলুন চটকে মজা করলেন এন্তার। বৈশাখী…

baishakhi sovan বৈশাখীর সাথে গোল গোল বেলুন চটকালেন শোভন

তৃণমূল কংগ্রেসে ফের ঢোকার পথ তৈরি হয়ে গেছে। অনেকটা রিল্যাক্স এখন বৈশাখী ও শোভন। শুক্রবার তারা দুজনেই গোল গোল বেলুন চটকে মজা করলেন এন্তার।

বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও শোভন চট্টোপাধ্যায়ের এমন বেলুন বেলুন খেলা দেখে তৃ়ণমূল কংগ্রেসের মধ্যেই মুচকি হাসি চলছে। কয়েকজন তো বলেছেন, বৈশাখী হলেন শোভনের সিঁদুর পরানো বান্ধবী। আর বান্ধবীর সঙ্গে বেলুন চটকানোর মজাই আলাদা। এমন কটাক্ষ শাসক দলের মধ্যে বেশ ছড়িয়েছে। তবে প্রতিবারের মতো এবারও সেসব উপেক্ষা করেছেন বৈশাখী-শোভন।

   
  • তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের কটাক্ষ, শোভন হলেন বৈশাখীর গ্ল্যাক্সো বেবি
  • শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় বিধায়ক ও কলকাতার কাউন্সিলর। তাঁদের মধ্যে বিচ্ছেদ মামলা চলছে

জানা গেছে বৈশাখীর কন্যার জন্মদিন ছিল। সেই অনুষ্ঠানে শোভন ছিলেন খোশ মেজাজে। দুজনেই বেলুন বেলুন খেলায় মেতে ওঠেন। অনুষ্ঠানের অতিথিরা সেই মুহূর্ত উপভোগ করেন।

baisahi বৈশাখীর সাথে গোল গোল বেলুন চটকালেন শোভন

শোভন চট্টোপাধ্যায় আপাতত তৃণমূল কংগ্রেসেই তবে তিনি পুরনো দলে এখনও সরাসরি ঢুকতে পারেননি। জানা গেছে, দলে ফিরতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বার বার তদ্বির করিয়েছেন। নিজে করেছেন অনুরোধ। তৃণমূল নেত্রী তাঁর প্রিয় কাননের অনুরোধ ফেলতে পারেননি। শোভন সম্পর্কে তাঁর রাগ কমে এসেছে। দ্রুত শোভনকে তৃ়ণমূলে ফের ঢুকিয়ে নিতে চলেছেন মমতা।

ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যারা যারা ফোঁটা নিতে গেছিলেন তাদের মধ্যে মুকুল রায় ও শোভন চট্টোপাধ্যায় বিশেষ আলোচিত। কারণ, দুজনই তৃণমূল ছেড়ে বিজেপিতে ভিড়েছিলেন। মুকুল রায় দীর্ঘ সময় বিজেপিতে থাকলেও শোভন অতি দ্রুত বিজেপি ছাড়েন। তিনি রাজনীতি থেকে দূরেই ছিলেন। পরে বিধানসভা ভোটে তৃণমূল ক্ষমতা ধরে রাখতেই মমতার কাছে যেতে তদ্বির শুরু করে দেন। নবান্নে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করেন শোভন ও বৈশাখী।