যাদবপুরে ছাত্র মৃত্যুর পর ব়্যাগিং বন্ধে সরব সৌরভ

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দেন সৌরভ। সেখানে তাঁকে যাদবপুরের ঘটনা…

যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দেন সৌরভ। সেখানে তাঁকে যাদবপুরের ঘটনা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা। সেটাই মূল লক্ষ্য হওয়া উচিত।“ যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনার ব়্যাগিংয়ের তথ্য উঠে এসেছে। ব়্যাগিংয় প্রশঙ্গে সৌরভ বলেন, “র্যা গিং বন্ধে কড়া আইন করা উচিত।“

যাদবপুরের ঘটনা নিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, “এই ধরনের ঘটনা অত্যন্ত লজ্জাজনক। এই জাতীয় কাজকর্ম বন্ধ করতে কড়া আইন আনা দরকার। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উচিত, কড়া আইন চালু করা। বিশ্ববিদ্যালয় পড়াশোনা করার জায়গা। এসব অবশ্যই কড়া হাতে বন্ধ করতে হবে।“

   

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় প্রথমে তিন জন ও পরে বর্তমান ও প্রাক্তন পড়ুয়া মিলিয়ে গ্রেফতার করা হয় আরও ৬ জনকে। এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৯। চলছে লাগাতার জিজ্ঞাসাবাদ। তদন্তে উঠে আসছে নানা তথ্য। সে দিনের সেই ভয়ানক ঘটনায় শুধু এই ৯ জন নয়, আরও অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত বলে উঠেছে দাবি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ডিন অব স্টুডেন্টসকে লালবাজারে তলব করা হয়েছিল। অন‌দিকে, পড়ুয়া মৃত্যুর তদন্তে শুক্রবার পঞ্চম বৈঠকে বসছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। জিজ্ঞাসাবাদ করা হতে পারে সুপার-আবাসিকদের। চলতি সপ্তাহেই চূড়ান্ত রিপোর্ট যাচ্ছে ইউজিসি-র কাছে।