এক্সিট পোল প্রকাশ্যে আসতেই মাথাচারা দিল শেয়ার বাজার, রেকর্ড উচ্চতায় সেনসেক্স

সকল দেশবাসীর চোখ ছিল লোকসভা নির্বাচনের সমাপ্তির দিকে। কারন তার উপরেই নির্ভর করছে শেয়ার বাজার। তবে নির্বাচনের সমাপ্তির কয়েক ঘণ্টা পরেই এক্সিট পোল প্রকাশ্যে আসার…

share market

সকল দেশবাসীর চোখ ছিল লোকসভা নির্বাচনের সমাপ্তির দিকে। কারন তার উপরেই নির্ভর করছে শেয়ার বাজার। তবে নির্বাচনের সমাপ্তির কয়েক ঘণ্টা পরেই এক্সিট পোল প্রকাশ্যে আসার পর আজ প্রথম খুলল দালাল স্ট্রিট। সকালে বাজার খুলতেই হু হু করে চড়তে শুরু করেছে একাধিক শেয়ারের দর। সোমবার শেয়ার বাজার খুলতেই তার প্রভাব পড়ল শেয়ার বাজারে। একধাক্কায় ২৬২১.৯৮ পয়েন্ট চড়েছে সেনসেক্স। অন্যদিকে নিফটিও ৮০৭.২০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে বাজার খুলতেই। একাধিক শেয়ারের দর হু হু করে বাড়তে শুরু করেছে। খুশির হাওয়া দালাল স্ট্রিটে। প্রায় সব শেয়ারের দরই গ্রিন সূচকে পৌঁছে গিয়েছে।

তবে আজ লার্সেন অ্যান্ড টুব্রো, এনটিপিসি, এসবিআই, অ্যাক্সিস ব্যাঙ্ক, এম অ্যান্ড এম, আইসিআইসিআই ব্যাঙ্ক, আল্ট্রাটেক সিমিেন্ট কোম্পানির শেয়ারের দর সবচেয়ে বেড়েছে। ৩ থেকে ৭ শতাংশ হারে বেড়েছে এই কোম্পানি গুলির শেয়ারের দর। গত ৫দিন ধরে লাগাতার মন্দা চলছিল শেয়ার বাজারে। গত ৩১ মে ৭৫ পয়েন্টে বন্ধ হয়েছিল শেয়ার বাজার।

Advertisements

শনিবার এক্সিট পোল প্রকাশ্যে আসতেই চাঙ্গা শেয়ার বাজার। নিফটিতেও তার প্রভাব পড়েছে। ৫০,০০০ মার্ক ছাড়িয়ে গিয়েছে নিফটিও। এই প্রথম এতোটা উচ্চতায় পৌঁছল নিফটি। ভোটের আগে থেকেই বিজেপি দাবি করেছিল ৪০০ আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরবে তারা। ৪০০ আসন না হলেও ৩৫০ থেকে ৩৭০ আসন পেয়ে বিজেপি ক্ষমতায় ফিরছে বলে প্রায় সব এক্সিট পোলেই দাবি করেছে। তবে মোদী সরকারের পুনরায় ঘুরে দাঁড়ানোর খবরেই শেয়ার বাজার নিয়ে আশাবাদী সমগ্র ব্যাবসায়ী সমাজ।