Anis Khan Murder: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শহরে মিছিল SFI-এর

আনিস খান মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে শামিল হল একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ দেখায় এসএফআই। বিক্ষোভ শেষে তারা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের…

আনিস খান মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভে শামিল হল একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা। বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ দেখায় এসএফআই। বিক্ষোভ শেষে তারা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করবে।

এছাড়া প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়েও হয় বিক্ষোভ। প্রতিবাদ দেখান আলিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাইরে চলছে অবস্থান বিক্ষোভ। এখানে রাতভর বিক্ষোভে শামিল হন পড়ুয়ারা।

ছাত্রনেতা আনিস খান খুনের মৃত্যুর পর ৪ দিন কেটে গিয়েছে। এখনও অধরা রয়েছেন অভিযুক্তরা। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভে শামিল হয়েছেন তাঁরা।

গতকালও ছাত্রনেতার মৃত্যুর প্রতিবাদে ও অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পড়ুয়ারা সরব হয়েছিল। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গতকাল মিছিল করে মহাকরণের উদ্দেশে। পার্ক সার্কাসে তাদের পুলিশ আটকে দেয়। রাস্তায় শুয়ে প্রতিবাদ দেখান ছাত্রাছাত্রীরা। ডোরিনা ক্রসিংয়েও পড়ুয়াদের আটকাতে ত্রিস্তরীয় ব্যারিকেড দিয়ে আটকানোর ব্যবস্থা করা হয়েছিল। পুলিশের ব্যারিকেড ছিল এস এন ব্যানার্জি রোডেও। যাদবপুর বিশ্ববিদ্যালয়েও গতকাল উত্তেজনা ছড়ায়। এদিন এসএফআইয়ের মিছিলেও গতকালের মতোই উত্তেজনা ছড়াতে পারে বলে অনুমান।