Train Update: হাওড়া-তারকেশ্বর শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন

সপ্তাহান্তে ভোগান্তির শিকার হবেন রেলের যাত্রীরা। পূর্ব রেলের তরফে জানিয়েছে যে আজ শনিবার (২৭ মে) রাত সাড়ে ১০ টা থেকে আগামীকাল রবিবার (২৮ মে) বেলা…

সপ্তাহান্তে ভোগান্তির শিকার হবেন রেলের যাত্রীরা। পূর্ব রেলের তরফে জানিয়েছে যে আজ শনিবার (২৭ মে) রাত সাড়ে ১০ টা থেকে আগামীকাল রবিবার (২৮ মে) বেলা ১২ টা ৫৫ মিনিট পর্যন্ত হুগলির শেওড়াফুলি-তারকেশ্বর শাখায় পাওযার ও ট্রাফিক ব্লক করা থাকবে।

শেওড়াফুলি-তারকেশ্বর শাখায় পাওযার ও ট্রাফিক ব্লক থাকার জন্য আজ ও কাল অনেক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেল জানিয়েছে, হাওড়া-তারকেশ্বর শাখায় শেওড়াফুলি ও দিয়ারা স্টেশনের মধ্যে আরসিসি বক্স লাগানো হবে। এরজন্য পাওয়ার ও ট্রাফিক ব্লক থাকবে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এছাড়াও শেওড়াফুলি থেকে সিঙ্গুর স্টেশন পর্যন্তও পাওয়ার ব্লক করা হবে। সেই জন্য বাতিল করা হয়েছে হাওড়া থেকে তারকেশ্বর, আরামবাগ, গোঘাট আপ ট্রেন। এছাড়াও গোঘাট, তারকেশ্বর, আরামবাগ থেকে হাওড়া ডাউন শাখায় একাধিক লোকাল ট্রেন বাতিল হয়ে গিয়েছে।

যাত্রীদের কথা মাথায় রেখে এবং তাদের ভোগান্তি কমাতে আগামীকাল রবিবার সিঙ্গুর ও তারকেশ্বরের মধ্যে একজোড়া আপ ও ডাউন ট্রেন চালানো হবে। এমনটাই জানিয়েছে রেল কর্তৃপক্ষ।