SC on Sandeshkhali: সন্দেশখালি মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারের

আবার মুখ পুড়ল রাজ্য সরকারের। সোমবার ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্ত বহাল রাখার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।এদিনের শুনানিতে…

Supreme Court

আবার মুখ পুড়ল রাজ্য সরকারের। সোমবার ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্য সরকার। সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্ত বহাল রাখার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত।এদিনের শুনানিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফে সওয়াল করা হয়, ইডি সন্দেশখালি যাওয়ার আগে রাজ্য পুলিশকে জানায়নি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে গিয়েছিল। এরপরও রাজ্য পুলিশ স্বতঃপ্রণোদিত ২টি মামলা করেছে।

আবার অন্যদিকে এদিন সুপ্রিম কোর্টের তরফ থেকে জানতে চাওয়া হয়,” ৫০ দিন পরেও কেন অধরা ছিলেন শেখ শাহজাহান?’ ৪২টি এফআইআরের বিষয়েও জানতে চায় শীর্ষ আদালত। মামলায় হাইকোর্টের কিছু পর্যবেক্ষণ নিয়ে আপত্তি জানানো হয় রাজ্যের তরফ থেকে। প্রয়োজনে সেই পর্যবেক্ষণ বাদ দেওয়া যেতে পারে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। সন্দেশখালির ৩টি মামলায় সিবিআই তদন্তের হাইকোর্টের নির্দেশ বহাল রাখল দেশের শীর্ষ আদালত।

শুনানিতে সুপ্রিম কোর্ট জানতে চায়, ইডির উপর হামলার ঘটনা পর থেকে কোথায় ছিলেন শেখ শাহজাহান? ইডির আইনজীবী বক্তব্য, তারা যখন তদন্তে করতে যায় সেই সময় শেখ শাহজাহান বাড়ির ভেতরেই ছিল। পাশাপাশি ইডির উপর যারা হামলা করেছিল, তাদের পাঠিয়েছিল শেখ শহাজাহান। গোটা ঘটনায় ন্যাজাট থানা, রাজ্য পুলিশ তরফেও তেমনভাবে সাহায্য পাওয়া যায়নি বলে জানানো হয়।

প্রসঙ্গত গতকালই রাজ্যের শাসক দলের তরফে লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রার্থী তালিকায় রয়েছে অনেক চমক। এমনিতেই সন্দেশখালি নিয়ে ঘরে বাইরে চাপের মুখে তৃণমূল। এখন দেখার বিষয় ঘাস্ফুল কতটা ক্রাইসিস ম্যানেজ করতে পারে।