সমস্ত টাকা গেছে গোপাল দলপতি এবং তাঁর স্ত্রী অর্থাৎ রহস্যময়ী নারী হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের (Haimanti Gangopadhyay) কাছে। নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption) মামলায় অন্যতম অভিযুক্ত টিএমসি যুবনেতা কুন্তল ঘোষের কাছ থেকে বিস্ফোরক তথ্য উঠে এসেছে। তারপর থেকেই হৈমন্তীর বাড়ির হাওয়ার বাঁকসায় সাড়া পড়ে গেছে। এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের কর্মকাণ্ডে তোলপাড় এলাকা। পরিবারের তরফে হৈমন্তীর সঙ্গে যোগাযোগ অস্বীকার করা হলেও স্থানীয়রা অন্য বক্তব্য পেশ করছেন।
জানা গেছে, হাওড়ার বাকসাড়া রোডে হৈমন্তীর বাপের বাড়ি। এই ঠিকানাতেই থাকে হৈমন্তীর পরিবার। পরিবারে রয়েছেন হৈমন্তীর বাবা-মা-ছোট বোন। প্রেম করে গোপালের সঙ্গে বিয়ে হয়েছিল তাঁর। কিন্তু এখন কয়েকদিন ধরেই তাঁর সঙ্গে যোগাযোগ নেই। ১০ দিন আগেও বাড়ি এসেছিল হৈমন্তী, দাবি ‘রহস্যময়ী’র পরিবারের। যদিও স্থানীয়দের দাবি, কিছু দিন আগেই বাড়িতে দেখা গেছে তাঁকে।
পরিবারের তরফে দাবি করা হয়, অনেকদিন ধরে সম্পর্ক নেই। ১০ ১২ দিন আগে শারীরিক অসুস্থতার খবর পেয়ে এসেছিল। বাড়ির সামনে একাধিকবার বিলাসবহুল গাড়ি দেখা গেছে। কিন্তু কারা আসত? তা দেখা যায়নি। মায়ের কথা অনুযায়ী মেয়ে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিল।
একইসঙ্গে ডালহৌসী এলাকার এই বিল্ডিংয়ের ৫ তলায় ৪১২ নম্বর রুমে হৈমন্তী অ্যাগ্রো প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের অফিসের সন্ধান মিলেছে। অফিস বর্তমানে তালাবন্ধ। কিন্তু সেখানে মাঝে মধ্যে অফিস খুলত বলে জানা গেছে। পাশাপাশি, ওই অফিসের মালিকানায় গোপাল দলপতি এবং হৈমন্তী মুখ্যোপাধ্যায়দেরও নাম মিলেছে। তবে হৈমন্তীর সঙ্গে শুধুমাত্র এই সংস্থা নয়, সিবিআইয়ের হাতে উঠে এসেছে গোপালের আরও পাঁচটি সংস্থার নাম।
সব মিলিয়ে, এর আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের নাম উঠে আসতেই তোলপাড় শুরু হয়েছিল। এখন আবার গোপাল দলপতির সঙ্গে হৈমন্তীর নাম যুক্ত হতেই অভিনয় জগতের সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কি না, খোঁজ শুরু হয়েছে।