Recruitment corruption: চাকরি প্রার্থীদের দেওয়া রাশি রাশি টাকা কুন্তলকে দিয়েছিল গোপাল

Recruitment corruption) প্রাথমিক শিক্ষা দফতরের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল ও গোপাল দলপতিকে (Gopal Dalpati) জিজ্ঞাসাবাদ করে একাধিক বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে সিবিআই।

Recruitment corruption: Gopal Dalpati gave huge money given to Kuntal Ghosh by job seekers

নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment corruption) প্রাথমিক শিক্ষা দফতরের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল ও গোপাল দলপতিকে (Gopal Dalpati) জিজ্ঞাসাবাদ করে একাধিক বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে সিবিআই। যেখানে কুন্তল ঘোষ (Kuntal Ghosh) ও গোপালের রাশি রাশি টাকা লেনদেনের কথাও উঠে এসেছে৷ উঠে এসেছে প্রভাবশালী নেতাদের যোগ। মঙ্গলবার ইডি দফতরে গিয়ে সেই তথ্যই তুলে ধরল গোপাল দলপতি।

মঙ্গলবার সন্ধ্যায় ইডি দফতরে আসেন গোপাল দলপতি। এরপর ১ ঘন্টা থেকেই বেরিয়ে যান৷ ইডি সূত্রে খবর, একটি ভুয়ো সংস্থার মাধ্যমে লেনদেন হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী সংস্থা। ইডির জেরায় তাপস জানিয়েছে, ২০১৭ নাগাদ বিভিন্ন সময়ে চাকরি প্রার্থীদের দেওয়া ৯৪ লক্ষ টাকা কুন্তলকে দিয়েছিল গোপাল৷ সেটা তাঁর ডায়েরিতে উল্লেখ রয়েছে।

   

যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছে গোপাল। শুধুমাত্র এটাই নয়, পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগের কথাও অস্বীকার করেছে গোপাল। গত ৩১ জানুয়ারি প্রায় ১২ ঘন্টা ধরে তাপস মণ্ডল এবং গোপাল দলপতিকে জিজ্ঞাসাবাদ করে ইডি। সেখানেই গোপালের সঙ্গে কুন্তলের লেনদেনের বিষয়টি উঠে এসেছিল। সেই নথিই আজ ইডির কাছে জমা দিলেন গোপাল?

নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও অবধি যে সমস্ত তথ্য তদন্তকারী সংস্থা হাতে পেয়েছে, তা কম বলেই মনে করা হচ্ছে। দুর্নীতিতে অভিযুক্তদের তালিকা আগামী দিনে আরও বড় হতে পারে। চাকরি প্রার্থীরা যাদের টাকা দিয়েছিলেন, তাঁদের কেন এখনও হেফাজতে নেওয়া হচ্ছে না? এই প্রশ্ন তুলতে দেখা যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুকে৷ নিয়োগ দুর্নীতিতে গোপালের দেওয়া তথ্য কতটা গুরুত্বপূর্ণ? প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল৷