Weather Update: আজ ভাইফোঁটা। ঘরে ঘরে অনুষ্ঠান। কেউ ফোঁটা দিতে যাবেন তো কেউ ফোঁটা নিতে। কেমন থাকবে আজ আবহাওয়া? জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট।
শুরু হয়েছে নভেম্বর, তবে এখনও পর্যন্ত বঙ্গে দেখা নেই শীতের। এমন পরিস্থিতির মধ্যেই সুখবর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে যে আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গের পারদ পতনের সম্ভাবনা রয়েছে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া মোরগের খবর অনুযায়ী আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস হতে পারে।
শীতের আগমনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওইয়া দফতর। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প কম থাকায় কমবে আদ্রতাজনিত অস্বস্তিও। উল্লেখ্য, বর্তমানে আগের মতো প্যাচপ্যাচে গরমের আর দেখা নেই। দুপুরের রোধও আর চড়া নয়, বাতাসেও বেড়েছে শুষ্কতা। ধীরে ধীরে শীত আসার এগুলো সমস্তই আগাম বার্তা বলেই। অর্থাৎ এগিয়ে আসছে শীত।
আজ রবিবার ভাইফোঁটা। ভাইফোঁটার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গের একাধিক এলাকায় বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভার রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টি হতে পারে বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গে তীব্র গরম থাকবেনা, রাতের দিকে ঠান্ডা ভাব থাকবে। আবহাওয়াবিদরা মনে করছেন এই বছর ভারী শীত পড়বে পশ্চিমবঙ্গে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আজ রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আদ্রতার হার ৭৪ শতাংশ। কলকাতায় মেঘলা আকাশ থাকবে আজ, তবে বৃষ্টির সম্ভাবনা নেই। রোদের সেরকম তেজ থাকবেনা।
কিছুদিন আগের ঘূর্ণিঝড় দানার প্রভাবে দক্ষিণবঙ্গে অসময়ে ঝড়-বৃষ্টি হয়। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব কাটার পর অবশেষে বিদায় নিয়েছে বর্ষা। সেই জন্য আপাতত আর বৃষ্টির সম্ভাবনা নেই। এবার আসছে শীত। আগামী সপ্তাহে কমবে তাপমাত্রা, অনুভূত হবে শীতের আমেজ বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের।