Weather Update: রবি থেকেই ব্যাপক ঝড় বৃষ্টিতে ভাসবে বাংলা, হাই অ্যালার্ট জারি

আজ রবিবার সকাল থেকেই বাংলার আকাশের মুখ ভার। এক কথায় বাংলার কপালে দুর্ভোগের কালো মেঘ ঘনাচ্ছে রীতিমতো। আজ ছুটির দিনে যদি আপনারও কোথাও ঘুরতে যাওয়ার…

আজ রবিবার সকাল থেকেই বাংলার আকাশের মুখ ভার। এক কথায় বাংলার কপালে দুর্ভোগের কালো মেঘ ঘনাচ্ছে রীতিমতো। আজ ছুটির দিনে যদি আপনারও কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে তার আগে জেনে নিন বাংলার আবহাওয়ার (Weather Update) হাল হকিকত।

আজ থেকেই জায়গায় জায়গায় রয়েছে ঝড় বৃষ্টির (Rainfall) সম্ভাবনা। সেইসঙ্গে বাড়বে তাপমাত্রাও বলে পূর্বাভাস জারি করে দিয়েছে আলিপুর হাওয়া অফিস। উত্তরবঙ্গের আবহাওয়া মনোরম থাকলেও দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এখনই যেন কাহিল হয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। আজ থেকে আগামী দুদিন বাংলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাও আবার বজ্রবিদ্যুৎ সহ। বইবে দমকা হাওয়াও। সারা বাংলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে। দিন ও রাতের তাপমাত্রা আরঅ হু হু করে বাড়বে। রবিবার ও সোমবার পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ সম্ভাবনা রয়েছে। বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না শহর কলকাতাও। অন্যদিকে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে দার্জিলিং ও কালিম্পং-এ।