ছুটির দিনে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপমাত্রাও

ঘূর্ণাবর্তের জেরে শনিবার রাতে স্বস্তির বৃষ্টিতে (Rainfall) ভিজেছে শহর কলকাতা। এছাড়া বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জেলায়। যদিও দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে সাফ…

ঘূর্ণাবর্তের জেরে শনিবার রাতে স্বস্তির বৃষ্টিতে (Rainfall) ভিজেছে শহর কলকাতা। এছাড়া বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জেলায়। যদিও দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই বলে সাফ জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানিয়েছে, রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝেঁপে বৃষ্টি নামতে পারে। শুধু তাই নয়, কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। শনিবার মাত্র কয়েক ঘণ্টার বিক্ষিপ্ত বৃষ্টিতেই কলকাতা শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেও।

সকাল থেকেই কলকাতার বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। হাওয়া মোরগ জানাচ্ছে, দিনভর শহরের বিভিন্ন প্রান্তে এমনই বৃষ্টি চলবে। সেইসঙ্গে স্বস্তি দিয়ে কমবে তাপমাত্রাও।