Weather Update: টানা বৃষ্টি চলবে জানাল হাওয়া মোরগ

Weather Update: গত দুদিন ধরে দফায় দফায় বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলা। আগামী কয়েকদিন ভারী থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সব জেলাতেই।

Weather Update: গত দুদিন ধরে দফায় দফায় বৃষ্টিতে ভিজছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলা। আগামী কয়েকদিন ভারী থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে রাজ্যের প্রায় সব জেলাতেই। বেশ কয়েকদিন এই বৃষ্টি চলবে, আগামী কয়েকদিনে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতায় বৃষ্টির জন্য গতকাল একাধিক জায়গায় জল জমে গিয়েছিল। আগামী কয়েকদিন শহর কলকাতায় বৃষ্টির দাপট বাড়বে। স্বাধীনতা দিবসে একাধিক অনুষ্ঠান গোটা দেশে। এই মরশুমে বৃষ্টি ভুগতে পারে বঙ্গবাসী।

   

আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের রাজ্যগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মৌসুমী অক্ষরেখার কারণেই এই বৃষ্টি। আবার নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। উত্তরবঙ্গ থেকে মৌসুমী অক্ষরেখা একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরে দুই বঙ্গেই আগামী সপ্তাহে বর্ষার দাপট চলবে।

বাংলাদেশ সংলগ্ন পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্তের প্রভাব রয়েছে। তার জেরে বৃষ্টি হতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টি রয়েছে। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম এবং মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। মালদহ, দুই দিনাজপুরে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী থেকে মাঝারি বৃষ্টি চলবে ।