Rainfall: বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড়-বৃষ্টির সতর্কতা জারি ৯ জেলায়, আসছে কালবৈশাখীও

অপেক্ষার অবসান, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড়-বৃষ্টি (Rainfall)। আলিপুর আবহাওয়া অফিসের তরফে আজ মূলত বাংলার ৯ জেলায়…

short-samachar

অপেক্ষার অবসান, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের দিকে ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ঝড়-বৃষ্টি (Rainfall)। আলিপুর আবহাওয়া অফিসের তরফে আজ মূলত বাংলার ৯ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস জারি করা হয়েছে। সেইসঙ্গে দাপট দেখাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।

   

পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় আজ ব্যাপক ঝড়ের আশঙ্কা রয়েছে। অন্যদিকে দুই বর্ধমান, কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদেও কালবৈশাখীর সম্ভাবনা প্রবল রয়েছে। শুধু দক্ষিণবঙ্গই নয়, আজ ছুটির দিনে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই মোটের ওপর ঝড়-বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে।

আজ সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে শহরজুড়ে। সেইসঙ্গে আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। মনে হচ্ছে যে কোনও সময়ে বৃষ্টি নামবে। এদিকে বৃষ্টি হলে বাংলার তাপমাত্রা কিছুটা কমার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যে গতকাল শনিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি নেমেছে। আজ ভোরবেলা থেকেও বেশ কিছু জায়গায় শুরু হয়েছে বৃষ্টির তাণ্ডব।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলের রাজ্যগুলোসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপদাহ চলছে। মে ও জুনের উষ্ণতা এপ্রিল মাসেই অনুভূত হচ্ছে। তবে এল নিনোর প্রভাব কম থাকায় গত বছরের তুলনায় এ বছর মৌসুমি বৃষ্টিপাত অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে স্বস্তি দিয়েছে আবহাওয়া অধিদফতর। আগামী ৬ দিনের আবহাওয়ার আপডেটও দিয়েছে আইএমডি।

তাপপ্রবাহের প্রভাব আগামী ৬ দিন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে অব্যাহত থাকবে। তবে অনেক জায়গায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা ছাড়াও অনেক রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়া দফতর বলছে, আগামী ৬ দিন পশ্চিমবঙ্গ, সিকিম-সহ আটটি রাজ্যে ভারী বৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

উত্তর-পূর্বের রাজ্যগুলির আবহাওয়া নিয়ে স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া দফতর। আগামী ৬ দিন অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি।