নিম্নচাপের ডবল ডোজে চলবে বিরক্তির বৃষ্টি

নিউজ ডেস্ক: নিম্নচাপের পিছু ছাড়ছে না রাজ্যের। একের পর এক সিস্টেম এসেই যাচ্ছে এবং ভাসিয়ে দিয়ে যাচ্ছে মূলত দক্ষিনবঙ্গকে। অথচ বর্ষা বিদায় নিয়েছে। তারপরেও এমন…

Rain kolkata

নিউজ ডেস্ক: নিম্নচাপের পিছু ছাড়ছে না রাজ্যের। একের পর এক সিস্টেম এসেই যাচ্ছে এবং ভাসিয়ে দিয়ে যাচ্ছে মূলত দক্ষিনবঙ্গকে। অথচ বর্ষা বিদায় নিয়েছে। তারপরেও এমন বৃষ্টি, যা আজ মঙ্গলবার এবং আগামী ২৪ ঘণ্টাতেও পিছু ছাড়বে না বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর তেলেঙ্গানার উপরে তৈরি হওয়া নিম্নচাপ রয়েছে। বেপাত্তা শুকনো হাওয়া। সে যে কোথায় তা এখনও জানা যায়নি, অথচ অক্টোবরের তৃতীয় সপ্তাহ শেষের পথে। এদিকে পুবালি বাতাসের প্রভাব এখনও প্রকট হয়ে রয়েছে। দু’য়ের কোপে টানা বৃষ্টিতে নাকাল রাজ্যের একাধিক জেলা, মূলত দক্ষিনবঙ্গ।

   

এতেই থামছে না হাওয়া অফিস জানাচ্ছে নতুন একটি নিম্নচাপ তৈরি হয়েছে যার অবস্থান মধ্যপ্রদেশে সঙ্গে বাংলার উপর আরও একটি নিম্নচাপ রয়েছে। ফলে প্রবল বৃষ্টির সম্ভাবনা আরও জোরালো হয়েছে রাজ্যে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ মঙ্গলবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। পাশাপাশি দুর্যোগ শুরু হবে উত্তরবঙ্গেও। সেখানেও আজ থেকে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

উত্তরবঙ্গে বুধবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ওইদিন বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনার খবর জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের লাগোয়া রাজ্য ওডিশা এবং ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টি হবে।