Weather: আকাশে ধূসর মেঘের আনাগোনা, ভিজছে বঙ্গবাসী

Weather: আকাশ কালো করে বৃষ্টি দিয়েই শুরু হয়েছে আজকের দিন। ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির শুরু হয়েছে ভোর থেকে। ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবেই…

Heavy Rain in North Bengal

Weather: আকাশ কালো করে বৃষ্টি দিয়েই শুরু হয়েছে আজকের দিন। ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির শুরু হয়েছে ভোর থেকে। ওড়িশা উপকূলে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবেই বাংলার কয়েকটি জেলায় বৃষ্টি হচ্ছে। সকাল থেকেই গাঙ্গেও পশ্চিমবঙ্গের আকাশে ধূসর মেঘের আনাগোনা দেখা গেছে। আজ থেকে কলকাতা ও আশেপাশের জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। তবে আগামিকাল থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে কলকাতা ও আশেপাশের অঞ্চলে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। দু-এক পশলা বৃষ্টি সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আজ কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, হাওড়াতে বেশ কয়েক দফায় বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে ৬.৪ মিমি।

আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ আরও সক্রিয় হয়ে আগামী দুদিন ওড়িশা ও ছত্তিশগড়ের ওপর দিয়ে যাবে। মৌসুমী অক্ষরেখা স্বাভাবিকের থেকে দক্ষিণে অবস্থান করছে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে।ঝাড়খণ্ড থেকে মৌসুমী অক্ষরেখা গেছে বঙ্গোপসাগর পর্যন্ত। এই মৌসুমী অক্ষরেখা আর নিম্নচাপ একসঙ্গে হওয়ার কারণে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।