হাওড়া-শিয়ালদহের প্ল্যাটফর্মে যাত্রী স্বাচ্ছন্দ্য বাড়াতে নয়া উদ্যোগ রেলের

হাওড়া-শিয়ালদহের প্ল্যাটফর্মে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নেওয়া হয়েছে এক নতুন প্রকল্প৷ সম্প্রসারণ করা হবে প্ল্যাটফর্ম৷ হাওড়ায় এই প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে৷ আগামীকাল অর্থাৎ…

হাওড়া-শিয়ালদহের প্ল্যাটফর্মে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা ভেবে নেওয়া হয়েছে এক নতুন প্রকল্প৷ সম্প্রসারণ করা হবে প্ল্যাটফর্ম৷ হাওড়ায় এই প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে৷ আগামীকাল অর্থাৎ রবিবার থেকে শিয়ালদহে কাজ শুরু হবে বলে জানা গিয়েছে পূর্ব রেল সূত্রে৷ শুধু প্ল্যাটফর্ম সম্প্রসারণই নয়, এর পাশাপাশি যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একগুচ্ছ নতুন কাজ শুরু করতে চলেছে রেল৷

সূত্রের খবর, শিয়ালদহ উত্তর ও মেন শাখায় সব ট্রেন ১২ বগির করা হবে৷ প্রথম ধাপে শিয়ালদহ স্টেশনের ১, ২, ৩, ৪ নম্বর প্ল‌্যাটফর্মগুলির উন্নয়ণ ও সম্প্রসারণের কাজ শুরু হবে৷ অন্যদিকে, ইতিমধ্যে হাওড়ায় ১৪, ১৫ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে৷ দক্ষিণ—পূর্ব রেলের লাইনের পাশে অনেক জায়গা কাজে লাগানো হচ্ছে৷

হাওড়া স্টেশনে সম্প্রসারণ ও নতুন প্ল্যাটফর্ম তৈরি করতে টিকিয়াপাড়া ইয়ার্ডের খোলনলচে সহ সিগন্যাল, ক্রসিং পয়েন্ট, কার্ভ বদলে ফেলা হবে৷ এই সমস্ত কাজ শেষ হলে অহেতুক কোনো ট্রেনকে স্টেশনে ঢোকার সময় দাঁড়াতে হবে না৷ এই কাজগুলি শেষ হলে লিলুয়া থেকে হাওড়া স্টেশনে ঢুকতে দুই থেকে পাঁচ মিনিট সময় লাগবে৷