Puja Vacation: স্কুলে কমল পুজোর ছুটি, শিক্ষকদের গোঁসা শুরু

দুর্গাপুজার ছুটি (Puja Vacation) কমাল সরকার।নতুন বছরের বিস্তারিত ছুটির তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এতে দুর্গাপুজো থেকে শুরু করে একেবার ভাইফোঁটা পর্যন্ত টানা…

দুর্গাপুজার ছুটি (Puja Vacation) কমাল সরকার।নতুন বছরের বিস্তারিত ছুটির তালিকা প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এতে দুর্গাপুজো থেকে শুরু করে একেবার ভাইফোঁটা পর্যন্ত টানা ছুটির রেওয়াজ বন্ধ হলো।

নতুন নিয়মে প্রাথমিক স্কুলগুলিতে পুজোয় টানা ছুটি মিলছে না।দুর্গাপুজো থেকে শুরু হয়ে লক্ষ্মীপুজোর পরবর্তী দু’দিন পর্যন্ত ছুটি থাকবে প্রাথমিক স্কুল। এরপর শুরু ক্লাস। আবার কালীপুজো থেকে শুরু হয়ে ভাইফোঁটার পরবর্তী একদিন পর্যন্ত ছুটি থাকবে। সব মিলিয়ে ছুটির দিনের সংখ্যা কমেছে। রবিবার বাদে মোট ১৫ দিন ছুটি।

   

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, ‘আমাদের গরমের ছুটি বেশি থাকে। ছোট বাচ্চাদের গরমের ছুটি কমালে অসুবিধা হয়ে যাবে।  মোট ছুটির দিন ৬৫ রাখতে হয়। পুজোয় টানা ছুটি দিলে সেটা করা সম্ভব হত না। পাশাপাশি, স্কুলে মিড-ডে মিলের সুবিধা রয়েছে।  তাই এই দিনগুলিতে স্কুল খোলা রাখলে তাদের সুবিধাই হবে।’

তিনি বলেছেন, আগামী বছরের ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপুজোর ছুটি শুরু হবে ৭ অক্টোবর থেকে। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। কালীপুজোর ছুটি শুরু হবে ৩১ অক্টোবর থেকে। ছুটি থাকবে ৪ নভেম্বর পর্যন্ত। ২০২৩ সালের ছুটির তালিকাতেও পুজোয় টানা ছুটি ছিল না।

ছুটির তালিকায় বিতর্ক, হাইস্কুল ও প্রাথমিক স্কুল শিক্ষক মহলের বড় অংশের দাবি, প্রাথমিক ও হাইস্কুলগুলির পুজোর ছুটি একইভাবে রাখা হোক। ছোটদের স্কুল চলবে, আর বড়দের স্কুল বন্ধ থাকবে এটা মানা যায় না।