অফিস না গিয়ে ধরনা মঞ্চে যাওয়ার জন্য চাপ, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

কলকাতা: রেড রোডে চলছে ধরনা৷ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে প্রতিদিনই চলছে দলীয় কর্মসূচি৷ সেই ধরনা মঞ্চের কর্মসূচি ঠিক করে…

কলকাতা: রেড রোডে চলছে ধরনা৷ কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানে প্রতিদিনই চলছে দলীয় কর্মসূচি৷ সেই ধরনা মঞ্চের কর্মসূচি ঠিক করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঞ্চে অন্যান্য বিধায়ক–সাংসদরা হাজির থাকার তালিকা তিনি করে দিয়েছেন৷

অফিসে না গিয়ে ধরনা মঞ্চে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বিভিন্ন দফতরের সরকারি কর্মীদের৷ বুধবার এমনই অভিযোগ তুলেছে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা৷ দিনের পর দিন বকেয়া মহার্ঘ ভাতা ও অন্যান্য বেশ কিছু দাবি নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে ওই সংগ্রামী যৌথ মঞ্চ৷

তাঁদের অভিযোগ, কাজ না করে ধরনা মঞ্চে যেতে বলা হচ্ছে৷ দেওয়া হচ্ছে চাপও৷ খালি করে দেওয়া হচ্ছে দফতরগুলি৷ এমনকী না যেতে চাইলে বদলির হুমকি দেওয়া হচ্ছে৷ যোগ না দিলে দূরে বদলির হুঁশিয়ারিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ যদিও তৃণমূল বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেছে৷ কর্মীরাই যেখানে বঞ্চনার শিকার, তাঁরা কীভাবে বঞ্চনা নিয়ে সরব হবে এমনটাই দাবি সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের৷

প্রসঙ্গত, কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে চলতি মাসের শুরুতেই রেড রোডে ধরনায় বসেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ধরনা মঞ্চে ৪৮ ঘন্টা ছিলেন তিনি৷ পরবর্তীতে সেই মঞ্চে তৃণমূলের বিভিন্ন সংগঠনকে দেখা গিয়েছে৷ বুধবার সেই মঞ্চে রয়েছে আইএনটিটিইউসি৷