মমতার বিরুদ্ধে বলেই গ্রেফতার, রবীন্দ্রনাথের গানকে অশ্লীল করে জনপ্রিয় রোদ্দুর রায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সহ প্রশাসনের বিরুদ্ধে কটুক্তি করার জন্য গোয়া থেকে গ্রেফতার করা…

মমতার বিরুদ্ধে বলেই গ্রেফতার, রবীন্দ্রনাথের গানকে অশ্লীল করে জনপ্রিয় রোদ্দুর রায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম সহ প্রশাসনের বিরুদ্ধে কটুক্তি করার জন্য গোয়া থেকে গ্রেফতার করা হয়েছে রোদ্দুর রায়কে (Roddur Roy)। এরপরেই বিভিন্ন মহলের সমালোচনা যখন রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে অকথ্য ভাষায় বিকৃত করেছিলেন রোদ্দুর রায়, তখন কেন তাঁর বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি

অনেকেই আবার বলছেন, “রুচিসম্মত না হলে মানহানির মামলা করুন। কিন্তু কথায় কথায় গ্রেফতার করা নিঃসন্দেহে ফ্যাসিস্ট,স্বৈরাচারী মনোভাব”।  রোদ্দুর রায় গ্রেফতারির প্রসঙ্গে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ফেসবুক পোস্টে লিখেছেন, “রোদ্দুর যে ভাষা ব্যবহার করেন তা আমাদের চারপাশে দু বেলা শোনা যায়। তাহলে রোদ্দুর একা কেন?খিস্তি খামারি পছন্দ না হতেই পারে,তা শুনবেন না কিন্তু কিছু বলার জন্য গ্রেফতারি সম্পূর্ণ আইনবিরোধী”।
রাজ্যের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে এধরনের কুরুচিকর মন্তব্যকে মান্যতা দেওয়া যায় না। একথা স্পষ্ট জানিয়ে দিয়েছে বিরোধী দল বিজেপি।

রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর আসন আমাদের কাছে একটা শ্রদ্ধার জায়গা। এরকম কুরুচিকর সাংস্কৃতিক অবস্থান আমরা সমর্থন করিনা। আমরা এধরণের অশালীন ও কুরুচিকর মন্তব্যকে প্রশ্রয় দিতে চাই না৷

Advertisements

আবার অনেকেই বলছেন রবীন্দ্রনাথের গানকে বিকৃত করার সময়েই তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। সেই প্যারোডির জনপ্রিয়তা পাওয়ার আগেই রোদ্দুর রায়ের বিরুদ্ধে পদক্ষেপ নিলে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলার সাহস পেত না। রবীন্দ্রনাথের গান এবং তাঁর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করার সময় চুপ করিয়ে দেওয়া হয়েছিল। তাই প্রশাসনের বিরুদ্ধেও মুখ খোলার সাহস পেয়েছে।