এলাকায় পুলিশ ঢুকতেই রে-রে কাণ্ড! সোমবার সাতসকালে কুলতলিতে কেলেঙ্কারি

এলাকায় পুলিশ ঢুকতেই চলল গুলি! সোমবার সাতসকালে কুলতলিতে ঘটল ভয়ঙ্কর ঘটনা। সূত্র মারফৎ জানা গিয়ে জানা গিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগণার কুলতলিতে এক প্রতারককে ধরতে গিয়েছিল…

kultali

এলাকায় পুলিশ ঢুকতেই চলল গুলি! সোমবার সাতসকালে কুলতলিতে ঘটল ভয়ঙ্কর ঘটনা। সূত্র মারফৎ জানা গিয়ে জানা গিয়েছে, দক্ষিণ চব্বিশ পরগণার কুলতলিতে এক প্রতারককে ধরতে গিয়েছিল পুলিশ। কিন্তু পুলিশের গাড়ি এলাকায় ঢুকতে পড়ে যায় শোরগোল! চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। গুজবের বশে প্রতারকরা বুঝে উঠতে পারিনি কে পুলিশের শিকার! ফলে পুলিশকে এলাকা ছাড়া করতেই গুলি চলার অভিযোগ উঠে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কুলতলির দুই নম্বর জ্বালাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের পয়তারহাটে। এই ঘটনায় এখনও পর্যন্ত দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

https://kolkata24x7.in/kolkata/aadhar-card-and-biometric-link-is-mendetory-for-lpg-cylinder-use/

   

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, লস্কর নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এসেছিল। অভিযোগ ছিল, সাদ্দাম সোনার ঠাকুর বিক্রি করার নামে প্রতারণা করেন। কেউ কেনার জন্য গেলে তাঁর সর্বস্ব লুট করা হত। তার পর দীর্ঘ দিন এলাকাছাড়া হয়ে থাকতেন তিনি। এই অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। খবর সংগ্রহ করে পয়তারহাটে তল্লাশি অভিযানে যায় তারা। সেই সময়েই এই ঘটনা ঘটে। অভিযোগ, পরিবারের লোকেরাই পুলিশের উপর হামলা চালিয়েছেন।

কত কম টাকায় চড়তে পারবেন ‘বন্দে ভারত’? রইল তালিকা

অভিযুক্তের পরিবারের লোকজনই মূলত বিক্ষোভ দেখাতে শুরু করে বলেই খবর। পুলিশের দাবি, তাঁদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালানো হয়। যদিও প্রত্যক্ষদর্শীদের একাংশের মতে, এক নয়, কমপক্ষে ২ রাউন্ড গুলি চলে এলাকায়। তবে বরাতজোরে প্রত্যেক পুলিশকর্মী বেঁচে যান। হতাহতের কোনও খবর নেই। তবে গুলি চালানোর অভিযোগে বিষয়ে বারুইপুর পুলিশ জেলার সুপার পলাশচন্দ্র ঢালি জানিয়েছেন,‘‘তল্লাশি অভিযানে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় কেউ জখম হননি। তবে পুলিশকে লক্ষ্য করে বন্দুক দেখানো হয়।’’পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাদ্দাম এখনও অধরা। তাঁর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এলাকায় আরও পুলিশবাহিনী মোতায়েন করা হচ্ছে।