Kolkata: পুরী থেকে রুবি মেট্রো পথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতার (Kolkata) নিউ গড়িয়া থেকে রুবি পথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ ৪ মে, বৃহস্পতিবার পুরী থেকে ভার্চুয়াল মাধ্যমে এই পথ উদ্বোধন করবেন তিনি।

PM Narendra Modi to inaugurate Puri to Ruby Metro line in Kolkata

কলকাতার (Kolkata) নিউ গড়িয়া থেকে রুবি পথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ ৪ মে, বৃহস্পতিবার পুরী থেকে ভার্চুয়াল মাধ্যমে এই পথ উদ্বোধন করবেন তিনি। নতুন অরেঞ্জ লাইন জুড়ে দিতে চলেছে নিউ গড়়িয়ার কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে রুবির হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন। এই পথ চালু হলে ই এম বাইপাসে ব্যস্ত সময়ে বিপুল ভিড়ে লাগাম টানা যাবে বলে মনে করছে আমজনতা।

গত এপ্রিল মাসেই এই রুটের ভাড়ার তালিকা প্রকাশ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। যাত্রা পথে সর্বনিম্ন ভাড়া রাখা হয়েছে মাত্র ৫ টাকা। কবি সুভাষ (গড়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্য্যায় (রুবি) স্টেশনের মাঝে মোট ২টি স্টেশন রয়েছে। সেগুলি হল বাঘাযতীনের সত্যজিত্‍ রায় এবং কালিকাপুরের কবি সুকান্ত।

কবি সুভাষ থেকে সত্যজিত্‍ রায় স্টেশন পর্যন্ত ভাড়া রাখা হয়েছে ৫ টাকা। কবি সুভাষ থেকে কবি সুকান্ত অবধি ভাড়া হবে ১০ টাকা। কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অবধি ভাড়া হবে ২০ টাকা।

মেট্রোর ব্লু লাইনের যাত্রীরা যাতে সরাসরি রুবি মোড় এবং সংলগ্ন এলাকায় দ্রুত পৌঁছতে পারেন, তার জন্য বিশেষ টিকিটের ব্যবস্থাও করেছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। দক্ষিণেশ্বর বা দমদম স্টেশন থেকে রুবির হেমন্ত মুখোপাধ্যায় যেতে যাত্রীদের দিতে হবে ৪৫ টাকা ভাড়া।

Advertisements

কবি সুভাষ স্টেশনকে ‘জংশন’ স্টেশন হিসেবে তৈরি করা হয়েছে। রুবি থেকে মেট্রোতে চেপে কবি সুভাষে নামতে হবে। সেখান থেকে আবার টালিগঞ্জমুখী দক্ষিণেশ্বরগামী মেট্রোতে চড়তে হবে যাত্রীদের।

জানা গেছে, ৪ মে, বৃহস্পতিবার পুরী থেকে হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের মঞ্চ থেকেই ভার্চুয়ালি রুবি মেট্রোর সূচনা করতে পারেন নরেন্দ্র মোদী। দক্ষিণ-পূর্ব রেল এবং কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষকে শুভ সূচনার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।