Raiganj: ল্যাপটপ-মোবাইল ইডি কব্জায়, তৃণমূল বিধায়ক কৃষ্ণকল্যাণী এখনও ঘেরাটোপে

পুরো একটা দিন পার হয়ে গেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণীকে নিয়ে উদ্বেগে শাসক দল তৃণমূল কংগ্রেস। তিনি এখনও ইডি ঘেরাটোপে। তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

Trinamool MLA Krishnakalyani besieged in Raiganj despite having laptop and mobile with Enforcement Directorate (ED) in hand

পুরো একটা দিন পার হয়ে গেছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের (Raiganj)বিধায়ক কৃষ্ণকল্যাণীকে (Trinamool MLA Krishna kalyani) নিয়ে উদ্বেগে শাসক দল তৃণমূল কংগ্রেস। তিনি এখনও ইডি ঘেরাটোপে। তবে নিজেকে নির্দোষ দাবি করেছেন। বলেছেন কোনও দুর্নীতি করিনি। তবে কৃষ্ণকল্যাণীর এমন দাবির পর ইডি ও আয়কর বিভাগের অভিযান চলছে।

বিধায়ক কৃষ্ণকল্যাণীর বাণিজ্যিক লেনদেনের আড়ালে কিছু বিশেষ লেনদেনে ইডি নজর। রায়গঞ্জের বাড়ি থেকে ভোরে বিধায়ককে নিয়ে বের হন ইডি গোয়েন্দারা। তাঁর শপিং মলে তল্লাশি হয়। ১৫ জন আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর বেষ্টনীতে তল্লাশি চালাচ্ছেন।

Trinamool MLA Krishnakalyani besieged in Raiganj despite having laptop and mobile with Enforcement Directorate (ED) in hand

কৃষ্ণকল্যাণীর একাধিক সংস্থা রয়েছে। এর মধ্যে কল্যাণী সলভেক্স সংস্থার লেনদেন নিয়ে আগেই সন্দেহ প্রকাশ করেছে ইডি। রায়গঞ্জে কৃষ্ণকল্যাণীর শপিং মল নির্মাণকারী সংস্থার দফতরেও আয়কর তল্লাশি চলে।কৃষ্ণকল্যানীর হিসাবরক্ষকের বাড়িতেও চলে তল্লাশি। বিধায়কের ব্যবসায়িক পার্টনারদের বাড়িতেও চলে অভিযান।

রায়গঞ্জের বিধায়কের কল্যাণী সলভেক্স সংস্থার আর্থিক লেনদেনে ইডির নজর। ওই কোম্পানির মাধ্যমে বেশ কয়েক কোটি টাকা পাচার হয়েছে বলে অভিযোগ। ইডি নথি চেয়েছিল। তবে নথিতে সন্তুষ্ট হয়নি। তাই অভিযান চলছে।

বিজেপির টিকিটে ভোট জিতলেও পরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন কৃষ্ণকল্যাণী। রায়গঞ্জ, শিলিগুড়ি, গঙ্গারামপুর ও কলকাতায় থাকা কৃষ্ণকল্যাণীর বিভিন্ন প্রতিষ্ঠানে হানা দেয় আয়কর দফতর।