সপ্তাহের শেষে বাংলার ৮ জেলায় কমল তেলের দাম, কলকাতায় কত?

শনিবার ভোট গণনার দিন সকাল সকাল দেশজুড়ে জারি হল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)। বিশ্ববাজারে টানা চার সপ্তাহের সব রেকর্ড ভেঙেছে অপরিশোধিত তেলের…

Petrol and Diesel Prices in Kolkata Today: 105.41 and 92.02 per Litre

শনিবার ভোট গণনার দিন সকাল সকাল দেশজুড়ে জারি হল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)। বিশ্ববাজারে টানা চার সপ্তাহের সব রেকর্ড ভেঙেছে অপরিশোধিত তেলের দাম। তবে এ সপ্তাহে দাম কমেছে। অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী স্তর থেকে কমেছে। জানেন কি আজ ১৩ জুলাই শনিবার দেশে জ্বালানি তেলের দাম কত? না জানা থাকলে জেনে নিন।

Advertisements

আজ শনিবার সপ্তাহান্তে ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ৮৫ ডলারের কাছাকাছি এসেছে। ডব্লিউটিআই ক্রুড অয়েলও ৮২ ডলারের কাছাকাছি লেনদেন করছে। শনিবার অর্থাৎ ১৩ জুলাই জ্বালানির দামে কোনও পরিবর্তন হয়নি। শেষবার চলতি বছরের মার্চ মাসে দেশে পেট্রোল-ডিজেলের দামে পরিবর্তন আনা হয়েছিল।

   

আজ দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা।
মুম্বইতে পেট্রোলের দাম ১০৪.২১ টাকা।
কলকাতায় পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা।
চেন্নাইতে পেট্রোলের দাম ১০০.৭৫ টাকা।
বেঙ্গালুরুতে পেট্রোলের দাম ১০২.৮৪ টাকা।

এবার আসা যাক ডিজেলের দাম প্রসঙ্গে। জানা গিয়েছে, শনিবার দিল্লিতে ডিজেলের দাম ৮৭.৬২ টাকা। মুম্বইতে ডিজেলের দাম ৯২.১৫ টাকা। এছাড়া চেন্নাইতে ডিজেলের দাম ৯২.৩৪ টাকা। শহর কলকাতায় ডিজেলের দাম ৯১.৭৬ টাকা। বেঙ্গালুরুতে ডিজেলের দাম ৮৮.৯৫ টাকা।

আজ বাংলার বেশ কিছু জেলায় পেট্রোলের দাম কমেছেন। যেমন গতকালের তুলনায় আজ শনিবার বাঁকুড়ায় পেট্রোলের দাম কমে বিক্রি হচ্ছে ১০৫.৬৪ টাকায়। কোচবিহারে আজ পেট্রোল ১০৫.৭১ টাকা। দক্ষিণ দিনাজপুরে আজ পেট্রোলের দাম ১০৫.০৩ টাকা। জলপাইগুড়িতেও আজ পেট্রোলের দাম কমে বিক্রি হচ্ছে ১০৫.৩৮ টাকায়। পশ্চিম মেদিনীপুরে আজ আজ পেট্রোল বিক্রি হচ্ছে ১০৫.৪১ টাকায়। পূর্ব মেদিনীপুরে আজ পেট্রোলের দাম ১৫০.০৯ টাকা। উত্তর ২৪ পরগণায় পেট্রোল ১০৪.৯৫ এবং উত্তর দিনাজপুরে পেট্রোল ১০৫.২২ টাকা।

বাকি শহরের কথা বললে, আজ নয়ডায় পেট্রোল প্রতি লিটারে মিলছে ৯৪.৮১ টাকায় এবং ডিজেল প্রতি লিটারে দাম ৮৭.৯৪ টাকা।

পাটনায় পেট্রোল প্রতি লিটারে ১০৫.১৬ টাকা এবং ডিজেল প্রতি লিটারে ৯২.০৩ টাকা।
চণ্ডীগড়: পেট্রোল প্রতি লিটার ৯৪.২২ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮২.৩৮ টাকা।
লখনউ: পেট্রোল প্রতি লিটার ৯৪.৬৩ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৭.৬৬ টাকা।
জয়পুর: পেট্রোল প্রতি লিটার ১০৪.৮৬ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯০.৩৪ টাকা
গুরুগ্রাম: পেট্রোল প্রতি লিটার ৯৫.১৮ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৮৮.০৩ টাকা।
হায়দ্রাবাদ: পেট্রোল প্রতি লিটার ১০৭.৩৯ টাকা এবং ডিজেল প্রতি লিটার ৯৫.৬৩ টাকা।