টানা ৮ ঘন্টাতেও কাটল না জট, সিবিআই দফতরে মুখোমুখি হতে পারে পরেশ-পার্থ

নির্ধারিত সময়ের আগেই সিবিআই দফতরে উপস্থিত হন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এর পর যখন বের হলেন তখন ঘড়িতে ৭ টা ১৫ মিনিট। টানা ৮…

State Minister for Education Paresh Adhikari can be removed by Chief Minister Mama Banerjee

নির্ধারিত সময়ের আগেই সিবিআই দফতরে উপস্থিত হন প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এর পর যখন বের হলেন তখন ঘড়িতে ৭ টা ১৫ মিনিট। টানা ৮ ঘন্টা ধরে নিজাম প্যালেসে সিবিআইয়ের কড়া প্রশ্নবাণের সম্মুখীন হতে হল পার্থ চট্টোপাধ্যায়কে৷ কিন্তু তাতেও সন্তুষ্ট নন সিবিআই আধিকারিকরা৷ সূত্রের খবর, এবার মন্ত্রী পরেশ অধিকারীর মুখোমুখি বসিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই।

সিবিআই সূত্রে খবর, এদিন পার্থ চট্টোপাধ্যায়কে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেন সিবিআই আধিকারিকরা। অঙ্কিতা অধিকারীর নিয়োগ বিষয়ে কী জানতেন পার্থবাবু? তিনি শিক্ষামন্ত্রী থাকাকালীন এতবড় দুর্নীতি হয়ে গেল, অথচ তিনি জানতেন না? যদি না জেনে থাকেন, তাহলে এর পিছনে কারা রয়েছে?

   

শুধুমাত্র অঙ্কিতা অধিকারী নয়, আর স্কুল সার্ভিস কমিশনের আর কোন কোন বিভাগে নিয়োগ দুর্নীতি হয়েছে। এত বড় দুর্নীতির কথা কি তিনি জানতেন না? নিয়োগের জন্য যে উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছিল তার নিয়োগ বিষয়ে তিনি কিছু জানেন কী না? নিয়োগের ক্ষেত্রে উপদেষ্টাদের কী ভূমিকা ছিল? সবটাই জিজ্ঞেস করতে চান সিবিআই আধিকারিকরা।

ইতিমধ্যেই সিবিআইয়ের তরফে পরেশ অধিকারী এবং তাঁর মেয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। সেখানে স্পষ্ট করে উল্লেখ রয়েছে অঙ্কিতা অধিকারীর নিয়োগের ক্ষেত্রে কোনও অদৃশ্য প্রভাবশালী ব্যক্তিত্ব কাজ করছেন। সেই অদৃশ্য প্রভাবশালী ব্যক্তিত্ব কারা? সেটাই খুঁজে বের করার চেষ্টা করছে সিবিআই। সেই উত্তর বের করতেই আগামী দিনে পরেশ এবং পার্থকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান সিবিআই আধিকারিকরা।