Advertisements

ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি। শিয়ালদহ-বনগাঁ শাখায় (Sealdah) ব্যাহত ট্রেন চলাচল। সংহতি এবং হাবড়ার স্টেশনের মাঝে রেল গেটে দুর্ঘটনার কারণে ওভারহেডের তার ছিঁড়ে গিয়েছে। সেই কারণে দাঁড়িয়ে পড়েছে একের পর এক ট্রেন। এলাকায় রওনা দিয়েছে রেলের বিশেষ দল। দ্রুত তার মেরামতির চেষ্টা করা হচ্ছে। 

Advertisements

আজ রবিবার, বিকেলে এই দুর্ঘটনা ঘটে। দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় যাত্রীরা ট্রেন থেকে নেমে লাইন ধরে হাঁটতে শুরু করেন। ভ্যাপসা গরমে ট্রেনের ভিতরে বসে নাকাল হন যাত্রীরা। নিত্যযাত্রীদের অনেকেই বলছেন, ঝড়বৃষ্টি কিংবা দুর্ঘটনায় ওভারহেডের তার ছিঁড়ে যাওয়া কোনও নতুন ঘটনা নয়। কিন্তু তা দ্রুত মেরামত করা হোক। 

হকারদের থেকে বছরে ২৬৫ কোটি টাকার তোলাবাজি!

Advertisements

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়া ও সংহতির মাঝে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় শিয়ালদহ – বনগাঁ শাখার ট্রেন চলাচল ব্যাহত। যাত্রীরা বাধ্য হয়ে হেঁটেই হাবড়া স্টেশনের দিকে রওনা দিয়েছেন।

রেল সূত্রের খবর, ওভারহেড তার ছিঁড়ে যাওয়ার মতো নানা আপৎকালীন ঘটনার জন্য রেলের বিশেষ কর্মী-বাহিনী রয়েছে। আপাতত সেই বাহিনীই পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবে। রেলকর্তাদের যুক্তি, ওভারহেড তার ছেঁড়ার ঘটনা সামান্য মনে হলেও আদপে তা নয়। সে কারণে ট্রেন চলাচল স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। 

সৌন্দর্য বাড়াবার জন্য আনা রঙ-ই শেষ করে দিল হলং বাংলোকে? চাঞ্চল্যকর রিপোর্ট

Advertisements