মমতার সরকার বকেয়া DA মেটাবে? আজ আদালতেই ফয়সালা

আদালতেই ডিএ (DA) ফয়সালা। চরম প্রতীক্ষিত রায়ের অপেক্ষায় রাজ্য সরকারি কর্মচারিরা। রায়ের ওপরেই নির্ভর করছে সরকারি কর্মচারীদের ভবিষ্যত। দুর্গা পুজোর আগে কোনও সুখবর মিলবে? এই…

আদালতেই ডিএ (DA) ফয়সালা। চরম প্রতীক্ষিত রায়ের অপেক্ষায় রাজ্য সরকারি কর্মচারিরা। রায়ের ওপরেই নির্ভর করছে সরকারি কর্মচারীদের ভবিষ্যত। দুর্গা পুজোর আগে কোনও সুখবর মিলবে? এই নিয়ে চলছে আলোচনা।

তিন মাসের মধ্যে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ (DA) মেটাতে হবে। গত মে মাসেই এই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত এবং বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ৷ বকেয়া ডিএ না মেলায় আদালত অবমাননার মামলা দায়ের করেছিল রাজ্যের একাধিক সরকারি কর্মচারি সংগঠন। সেই মামলা পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় রাজ্য।

   

আদালতের কাছে রাজ্যের তরফে হলফনামা দিয়ে জানানো হয়েছিল, পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বেতন পাচ্ছেন সরকারি কর্মচারিরা। তাদের কোনও বকেয়া ডিএ নেই। মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য, আইনজীবী কল্লোল মণ্ডলের বক্তব্য, এই নিয়ে রাজ্যের তৃতীবারের রিভিউ পিটিশন। এটা সময় নষ্ট ছাড়া কিছুই নয়।

সেই মামলায় রায়দান করবে আদালত। পুজোর আগে বকেয়া ডিএ নিয়ে আদালত কী রায় দেয়? সেদিকে তাকিয়ে সকলেই। অন্যদিকে, বকেয়া ডিএ নিয়ে আদালতের রায়ের পর রাজ্য সরকারের তরফে কী পদক্ষেপ নেওয়া হয় সেদিকেও তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারীরা।