Suvendu Adhikari: স্বরাষ্ট্র সচিবের নিয়োগ ‘বেআইনি’ বলে আদালতের পথে শুভেন্দু

নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্র সচিব পদে বসানো নিয়ে খোঁচা শুভেন্দুর। জুনিয়র অফিসারকে বেআইনি ভাবে পদে বসানো হয়েছে। ১৮ জন সিনিয়ারকে টপকে কিভাবে স্বরাষ্ট্র সচিব পদে, প্রশ্ন।…

নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্র সচিব পদে বসানো নিয়ে খোঁচা শুভেন্দুর। জুনিয়র অফিসারকে বেআইনি ভাবে পদে বসানো হয়েছে। ১৮ জন সিনিয়ারকে টপকে কিভাবে স্বরাষ্ট্র সচিব পদে, প্রশ্ন। এক্স হ্যান্ডেলে তিনি পোস্ট করেছেন। সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, নন্দিনী চক্রবর্তী থেকেও ১৮ জন অফিসার তার মধ্যে ১৩ জন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি পদে রয়েছেন। এবং ৫ জন প্রিন্সিপাল লেভেলে রয়েছেন। তাদের টোপকে কীভাবে নন্দিনী চক্রবর্তীকে দায়িত্ব দেওয়া হলো।

আদালতে যাওয়ার পাশাপাশি তিনি আইএএস অ্যাসোসিয়েশনকে ট্যাগ করেছে। সঙ্গে তিনি বলছেন এটা রাজ্য প্রশাসনের দুর্নীতি। এর সঙ্গে তিনি বলছেন এটা উদ্দেশ্যে প্রবন ভাবে করা হয়েছে। তিনি প্রশাসনের সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে ট্যাগ করে জানিয়েছেন নন্দিনী চক্রবর্তীর নিয়োগ স্বচ্ছ নয়। তিনি বলেন, সিনিয়র লেভেলের ১৮ জন অফিসারদের টপকে যেভাবে নন্দিনী চক্রবর্তীকে সমস্ত দায়িত্ব দেওয়া হলো সেখানে এটা রাজ্য সরকারের চরম দুর্নীতি।

শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেল পোস্ট নিয়ে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন, ” কেনও সব বিষয় তিনি মাথা ঘামানোর চেষ্টা করছেন। আজ অসংখ্যবার নরেন্দ্র মোদীর সরকার নিজেদের পছন্দের লোক, গুজরাটের লোক তুলে নিয়ে দিল্লি ভরেছে। উনি যে কোনও বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করতে পারেন কিছু হলেই তো কোর্টে দৌড়ায়। বাংলার লোকের ভোট দিয়ে নির্বাচিত সরকার তাদের বিরুদ্ধে বারবার কোর্টে দৌড়াবে। বাংলার কিছু ভালো না হোক সেটাই শুভেন্দু অধিকারী চায়”।