লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় মুখ্যমন্ত্রী মমতাকে জড়ালেন শুভেন্দু

বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। লিপস অ্যান্ড বাউন্ডসের দুই ডিরেক্টরের নিরাপত্তায় কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রীর বাড়িতেই তাদের রাখার সিদ্ধান্ত। এমন চাঞ্চল্যকর দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।…

বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর। লিপস অ্যান্ড বাউন্ডসের দুই ডিরেক্টরের নিরাপত্তায় কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রীর বাড়িতেই তাদের রাখার সিদ্ধান্ত। এমন চাঞ্চল্যকর দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল ফোবিয়াইয় শুভেন্দু, অভিযোগ উড়িয়ে পাল্টা শান্তনু। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানান,” গতকাল সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতেএকটা ৪ জনের মিটিং হয়েছে। মুখ্যমন্ত্রী, ওনার ভাইপো আর ডিজিপি মনজ মালব্য এবং সিপি কলকাতার বিনীত গোয়েল। বিনীত গোয়েলের হাতে একটা ল্যাপটপ ছিল, মিটিং অনেক্ষণ চলেছে। আউটকাম অফ দি মিটিং লিপস অ্যান্ড বাউন্ডসের দুজন ডিরেক্টর যারা ইতিমধ্যে সমন পেয়েছিলেন, তাদেরকে মুখ্যমন্ত্রীর বাড়িতে কলকাতা পুলিশের নিরাপত্তায় রাখার ব্যবস্থা হয়েছে। মিটিংয়ের সিদ্ধান্তগুলো আমি জানাচ্ছি।“

শুভেন্দু আরও বলেন, “সেখানে (মিটিংয়ে) কলকাতা পুলিশ থেকে হাই পাওয়ার সিসিটিভি এবং দু-জন আর্মড কন্সটেবল দেওয়া হয়েছে লিপস অ্যান্ড বাউন্ডসের দুজন ডিরেক্টর তাদের নিজেদের বাড়িতে থাকছেন না, তারা মুখ্যমন্ত্রীর বাড়িতে থাকছেন।“

   

শুভেন্দুর অভিযোগের পাল্টা দেন তৃণমূলের শান্তনু সেন। তিনি বলেন, “প্রথম কথা তৃণমূল ফোবিয়া, মমতা ফবিয়া, অভিষেক ফোবিয়া লোডশেডিংয়ের নেতা শুভেন্দু অধিকারীকে তাড়া করে বেরাচ্ছে। তার মধ্যে নিজের দলেই তিনি সর্বসম্মত হয়ে উঠতে পারেননি। যিনি টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার ভয়ে বিজেপির পায়ের ধুলো মাথায় নিয়ে কেন্দ্রীয় নিরাপত্তাবাহিনী পরিপুষ্টিত হয়ে সিবিআই-ইডির ও মহামান্য আদালতের একাংশের রক্ষাকবচ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। যারা সিকিউরিটিরা প্রকাশ্যে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপর অকথ্য ভাষায় মারধর-গালিগালাজ করে ও মারধর করে, যার তেল কার সাধারণ মানুষকে গাড়ি চাপা দিয়ে চলে যায় তার মুখে এধরণের কথা মানায় না। তিনি যে অভিযোগগুলো করছেন সেগুলো প্রমাণ করার দায়িত্ব তার। আর যদি করতে না পারেন লোকসমক্ষে তার কান ধরে ক্ষমা চাওয়া উচিৎ। এর আগেও দেখেছি তিনি অনেক কথা বলেছেন কিন্তু শেষমেশ সমস্তটাই অশ্বডিম্ব হয়েছে, বাস্তবের সাথে তার কোনটারই মিল পাওয়া যায়নি।“