রাজ্য কমিশন খুনি দাবি শুভেন্দু অধিকারীর

শনিবার গোটা রাজ্য জুড়ে ছিল পঞ্চায়েত নির্বাচন। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা বাংলা। বহু মানুষ খুন হয় চুরি হয় একের পর…

Suvendu Adhikari

শনিবার গোটা রাজ্য জুড়ে ছিল পঞ্চায়েত নির্বাচন। তবে এই নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা বাংলা। বহু মানুষ খুন হয় চুরি হয় একের পর এক ব্যালট বক্স ছাপ্পা চলে লাগাতার। এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।

এ বিষয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “মহামান্য উচ্চ আদালতে এই বিষয়টি বিচারাধীন রয়েছে। আগামীকাল আমরা ভারতীয় জনতাপার্টির পক্ষ থেকে আমাদের আইনজীবীরা কোর্ট খুললেই আমরা এই নির্দিষ্ট বুথ গুলিতে ভোট বাতিল করার জন্য এবং আজকে যেমন বুথে বুথে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রয়েছে তেমন এই কয়েক হাজার বুথে রিপোল করানোর জন্য আমরা কোর্টের দারস্ত হতে চলেছি”।

   

স্টেট ইলেকশন কমিশনকে খুনি হিসেবে নিশানা করে তিনি আরো বলেন, “আমাদের মূল অভিযোগ গুলি থাকবে, স্টেট ইলেকশন কমিশন ভোটারদের ডেকে নিয়ে গিয়ে খুন করেছে। আমাদের দাবি রাষ্ট্রবিরোধী শক্তির এতে হাত আছে। পঞ্চায়েত ভোটের আগে থেকে ভোটের পরে পর্যন্ত ৪১ জন এখনো পর্যন্ত মারা গেছে।

সিবিআই তদন্তের দাবী করে তিনি আরো বলেছেন, এই গোটা বিষয়ে সিবিআই তদন্ত করা হোক। আমরা চাই সিসিটিভি ফুটেজ গুলো সেন্ট্রাল ফরেনসিক এজেন্সিকে দিয়ে পরীক্ষা করা হোক। ভারতীয় জনতা পার্টির প্রার্থী অথবা ইলেকশন এজেন্ট অথবা পোলিং এজেন্ট ভোট শুরুতে ছিলেন সিলিংয়ে ছিলেন না সেখানে ভোট বাতিল করে ডকুমেন্টের উপরে পিজাইডিং অফিসারের রিপোর্ট এবং যে সিগনেচার হয়েছে ব্যালট বক্সে সেই তথ্য সংগ্রহ করে সেটা বাতিল করা হোক”।