Loksabha election 2024:টাকা নেই বলেই টিকিট পেলাম না’, ভোটের মুখে বিস্ফোরক মন্তব্য সাংসদের

ভোটের মুখে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ। তবে দু’দুবার তৃণমূলের হয়ে জয়লাভ করেছিলেন তিনি। এর পরেও নেত্রীর উপর ভরসা রাখলনা দল। তবে নেত্রীর নিজের…

Loksabha election 2024:টাকা নেই বলেই টিকিট পেলাম না’, ভোটের মুখে বিস্ফোরক মন্তব্য সাংসদের

ভোটের মুখে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সাংসদ। তবে দু’দুবার তৃণমূলের হয়ে জয়লাভ করেছিলেন তিনি। এর পরেও নেত্রীর উপর ভরসা রাখলনা দল। তবে নেত্রীর নিজের কেন্দ্র থেকে অন্যএক মহিলাকেই প্রার্থী করেছে শাসক দল। এই বিষয়কে মেনে নিতে পারেননি সাংসদ। নির্বাচনে টিকিট না পাওয়ার পিছনে নিজের টাকা না থাকার প্রসঙ্গ তুলে এনেছেন তিনি।

“ভোটে লড়ার টাকা নেই বলেই হয়তো টিকিট পেলাম না।” অভিমানের সুরে বলেন হুগলির আরামবাগের বিদায়ী তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার ।কেন টিকিট পেলাম না সেই সাংসদ ও দুই মন্ত্রী বলতে পারবেন। হয়তো আমি যোগ্য ছিলাম না, তাই টিকিট পাইনি।এই কেন্দ্রে পরপর দু’বারের সাংসদ হন অপরূপা পোদ্দার। তাঁকে এবার দল ভোটে লড়ার টিকিট দেয়নি দল । আরামবাগ কেন্দ্র থেকে এবার জোড়াফুলের প্রতীকে লড়ছেন মিতালী বাগ । ২০১৯-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে অপরূপা পোদ্দার মাত্র ১১৪২ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তাতেই হয়ত অপরূপার উপর ভরসা রাখেনি দল।

Advertisements

এদিকে, অপরূপা পোদ্দারের এই অভিমান প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন,“টিকিট না পেলে কষ্ট থাকবে,এটা স্বাভাবিক। তবে দলে কে টিকিট পাবেন তা ঠিক করে রাজ্য নেতৃত্ব।মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করেন কে কোথায় প্রার্থী হবেন। দুঃখ,কষ্ট থাকবে। তবে দলের অন্য আরও দায়িত্ব তো থাকবে। সেই দায়িত্ব পালনের জায়গাও থাকবে।” সেখানেও কাজ করা যাবে। তবে ভেঙে পরার কিছু নেই,সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে।