Srijan Bhattacharya: ভগবান থেকে হনুমান হয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়: সৃজন

বিচারক পদ থেকে ইস্তফা দেওয়ার পরই বিজেপির হাত ধরে রাজনীতির ময়দানে নেমেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকে তাঁকে প্রার্থী করেছে বঙ্গ বিজেপি। প্রচারে বেরি নানা সময় তিনি…

Srijan Bhattacharya

বিচারক পদ থেকে ইস্তফা দেওয়ার পরই বিজেপির হাত ধরে রাজনীতির ময়দানে নেমেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকে তাঁকে প্রার্থী করেছে বঙ্গ বিজেপি। প্রচারে বেরি নানা সময় তিনি তৃণমূলের বিরুদ্ধে বেলাগাম মন্তব্য করেছে। তবে একজন বিচারকের এই রাজনীতিতে যোগ দেওয়াটাকে বোধ হয় ভালো চোখে দেখছেন না অনেকেই। এবার তমলুকের বিজেপি প্রার্থীকে খোঁচা দিলেন বামেদের যুবনেতা তথা এবারের যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সৃজন ভট্টাচার্য (Srijan Bhattacharya)।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে যুবনেতা সৃজন বলেন, “একটা লোক যদি নিজে সিদ্ধান্ত নিয়ে ভগবান থেকে হনুমান হয়ে যায় তাহলে আমি কী করব? ওর অর্জিত জায়গা কীভাবে ধসে গেল ধারণা নেই, এখন হই হট্টগোলের মধ্যে আছেন দুটো চারটে লোক নিয়ে ঘুরছেন এখন বুঝতে পারবেন না। আরও কটা দিন যাক লোকে যখন তাকিয়ে হাসবে তখন বুঝতে পারবেন। কমিক চরিত্র হয়ে গেছেন বাংলার রাজনীতিতে।”

তিনি আরও বলেন, ‘চাকরি প্রার্থীরা ধর্মতলায় বা বিকাশভবনের সামনে দিনের পর দিন রোদ ঝড় জল বৃষ্টিতে বসে আছেন সুরাহা হচ্ছে না, সুবিচার পাচ্ছেন না। আশায় বুক বাঁধছিলেন। একসময় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায়ে মানুষ উৎসাহিত হয়েছিল। মানুষের মনে একটা স্বচ্ছ ধারণা হত।’

সৃজনের কথায়, ‘উনি বইমেলায় গিয়ে মার্ক্সবাদ নিয়ে বই কিনেছেন। কমিউনিস্ট মেনিফেস্টো বাইবেলের পরে পৃথিবীর দ্বিতীয় সর্ববৃহৎ বিক্রি হওয়া বই। যারা পড়েছেন তার মানে তাঁরা কমিউনিস্ট পার্টির লোক নয়। মার্কসবাদ নিয়ে ওঁর ইন্টারেস্ট গজিয়েছে তাই পড়েছেন। আমরা সেটাকে স্বাগত জানিয়েছি। তবে আমরা আমাদের পার্টির লোক বলে তাঁকে কোনও দিন দাবি করিনি।’