Nitish Kumar: মমতা ব্রাত্য? জ্যোতি বসুর মৃত্যু বার্ষিকী পালনে আসছেন নীতীশ

বিরোধী জোটে কী বড় ফাটল ধরালেন বিহারের মুখ্যমন্ত্রী? এমনই প্রশ্ন উঠে গেল। পশ্চিমবঙ্গ সফরে নীতীশ। তাও আবার সিপিআইএমের প্রয়াত নেতা তথা পূর্বতন মু়খ্যমন্ত্রী জ্যোতি বসুর…

Nitish Kumar

বিরোধী জোটে কী বড় ফাটল ধরালেন বিহারের মুখ্যমন্ত্রী? এমনই প্রশ্ন উঠে গেল। পশ্চিমবঙ্গ সফরে নীতীশ। তাও আবার সিপিআইএমের প্রয়াত নেতা তথা পূর্বতন মু়খ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি (Nitish Kumar) আসছেন। ১৭ জানুয়ারি সেই সভা।

অ-বিজেপি INDIA মঞ্চের আহ্বায়ক হিসেবে নীতীশের আসন পাকা। এই পদটির দাবিদার ছিলেন তৃণমূল নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি কোণঠাসা। এবার INDIA শরিক CPIM টেনে আনল নীতীশকে। বিহারে যে মহাজোট সরকার চলছে তার শরিকও CPIM, সেই সূত্রে নীতীশ কুমারকে আনা হচ্ছে বলে বাম মহলের ইঙ্গিত।

জীবদ্দশায় জ্যোতি বসু বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু যাদবের ঘনিষ্ঠ ছিলেন। বারবার নীতীশের সাকে বিজেপি ঘনিষ্ঠতা হলেও তাঁর সাথে জ্যোতি বসুর সক্ষতা ছিল। তবে নীতীশ বিজেপির সঙ্গ ছাড়তেই সিপিআইএমের ঘনিষ্ঠতা বাড়ে সর্বশেষ বিহার বিধানসভা ভোটে নীতীশ নেতৃত্বের মহাজোটের শরিক হয় বাম দলগুলি

সিপিআইএম সূত্রে খবর, ১৭ জানুয়ারি নীতীশ কুমার কলকাতায় এসে সরাসরি জ্যোতি বসুর মৃত্যু বার্ষিকীর সভায় যোগ দেবেন। এই সফরে মমতার সাথে নীতীশের সাক্ষাত হবে কিনা তা নিয়ে চর্চা চলছে। নীতীশ কুমার ও মমতা দুজনেই আপাতত ইন্ডিয়া মঞ্চে। তেমনই আছেন কেরলের মুখ্যমন্ত্রী ও সিপিআইএম শীর্ষ নেতা পিনরাই বিজয়ন। লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী এক মঞ্চে থাকলেও পশ্চিমবঙ্গে সিপিআইএম ও তৃণমূলের ভোট লড়াই হবে। এমনই বলেছেন সিপিআইএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। দলটির পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন এ রাজ্যে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধেই ভোটে নামবে বাম শিবির।

কলকাতায় আসছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। বামেদের অনুষ্ঠানে যোগ দিতে জেডিইউ প্রধান নীতীশের আগমণ। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর মৃত্যু দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ১৭ জানুয়ারি বিকেল ৪টে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বলেই সিপিআইএম সূত্রে খবর। জ্যোতি বসু সামাজিক অধ্যয়ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নীতীশ বাংলায় আসবেন।