Lok Sabha election: লোকসভা নির্বাচনে জানুয়ারিতেই বিজেপির প্রার্থী তালিকা

এ মাসে লোকসভা ভোট (Lok Sabha election) ঘোষণার কোনও খবর নেই। কিন্তু বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হবে এ মাসেই। অর্থাৎ জানুয়ারিতেই। এমনই খবর নয়াদিল্লির দীনদয়াল…

BJP candidate list for Lok Sabha election

এ মাসে লোকসভা ভোট (Lok Sabha election) ঘোষণার কোনও খবর নেই। কিন্তু বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হবে এ মাসেই। অর্থাৎ জানুয়ারিতেই। এমনই খবর নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গ সূত্রে।

জানা গিয়েছে, জানুয়ারির শেষ সপ্তাহে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করবে। প্রকাশিত হবে ১৬০ জন প্রার্থীর নাম। এক্ষেত্রেও চমক রয়েছে। দেশ জুড়ে বাছাই করা ১৬০ আসনের প্রার্থীর নাম ঘোষণা করবে পদ্ম শিবির। এই বাছাই হবে, দলের সংগঠনের ভিত্তিতে। সূত্রের খবর, জানুয়ারিতে ১৬০ দুর্বল আসনের প্রার্থী ঘোষণা করা হবে।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? বিজেপির একটি সূত্র বলছে, যে সব এলাকায় সংগঠন দুর্বল। সেখানে আগাম ভোটের প্রস্তূতি নিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। লক্ষ্য, দুর্বল সংগঠনের কেন্দ্রেও যাতে পদ্ম ফোটানো যায়। চব্বিশে চারশোর বেশি আসন নিয়ে ক্ষমতা দখলের টার্গেট বেঁধে দিয়েছেন দিল্লির নেতারা। সেই লক্ষ্যে দুর্বল কেন্দ্রগুলি বেশি আসন পেলে টার্গেট পূরণে অনেক সুবিধা হবে।

পশ্চিমবঙ্গে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের গলায় আবার ২৫ আসন জয়ের কথা শোনা গিয়েছে। অর্থাৎ বাংলায় কমপক্ষে ৭ থেকে ১৭টি আসন দুর্বল বলে মনে করছে বিজেপি। এই সংখ্যা আরও বেশিও হতে পারে। সেই হিসেব ধরলে জানুয়ারিতেই বাংলার একাধিক বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন বিজেপির বঙ্গ ব্রিগেড।