নেপথ্যে পার্থ? প্রসন্নর তৈরি চাকরির তালিকা যেত শান্তিপ্রসাদদের কাছে

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় উপদেষ্টা কমিটির সদস্যদের গ্রেফতার করেছে সিবিআই৷ গ্রেফতার করা হয়েছে দুই মিডলম্যান প্রসন্ন রায় এবং প্রদীপ সিং৷ রঙ মিস্ত্রি প্রসন্নর বিপুল সম্পত্তি…

শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় উপদেষ্টা কমিটির সদস্যদের গ্রেফতার করেছে সিবিআই৷ গ্রেফতার করা হয়েছে দুই মিডলম্যান প্রসন্ন রায় এবং প্রদীপ সিং৷ রঙ মিস্ত্রি প্রসন্নর বিপুল সম্পত্তি কীভাবে হল এটা নিয়ে প্রশ্ন উঠেছিল আগে থেকেই৷ তদন্ত করতে নেমে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই৷

সিবিআই সূত্রে খবর, উত্তর ২৪ পরগণার অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা তৈরি করতে প্রসন্ন৷ সেখান থেকে তালিকা চলে যেত প্রদীপ সিংয়ের কাছে। প্রদীপের অফিসে তৈরি হত চুড়ান্ত তালিকা৷ যা সরাসরি পৌঁছে যেত শান্তিপ্রসাদ সিনহার কাছে। সিবিআই সূত্রে খবর, দুই মিডলম্যানদের থেকে একাধিক তথ্য পেয়েছে সিবিআই। সেই সমস্ত নথিকে সামনে রেখে শান্তিপ্রসাদদের যোগ মিলেছে৷

   

সিবিআইয়ের অনুমান, তথ্য মিলিয়ে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকা প্রভাবশালী ব্যক্তিদের খোঁজ শুরু করেছে সিবিআই। কার নির্দেশে এই তালিকা তৈরি হত? প্রদীপের থেকে টাকা কী যেত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে? সেই টাকার ৩০ শতাংশ ভাগ পেত অর্পিতা। সেই টাকাই অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে সিবিআই৷

অন্যদিকে, অর্পিতা ইডিকে জানিয়েছে এই টাকা সম্পর্কে সে অবগত নয়। তাঁর অজান্তে টাকা রাখা হয়েছিল৷ সিবিআইয়ের অনুমান, এধরনের মিডলম্যান রয়েছে সারা রাজ্যে৷ জেলায় জেলায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলত, আগামী দিনে এই জালে আরও কয়েকজন জড়াতে পারেন বলে মনে করা হচ্ছে৷