ছুটি নিয়েই কী মূল বিবাদ? পার্ক স্ট্রিট কান্ডে ঘনাচ্ছে রহস্য

সাড়ে ৬ টা থেকে ৮ টা অবধি একটানা চলল অপারেশন৷ আটক এক সিআইএসএফ কনস্টেবল। ২০ থেকে ২৫ রাউন্ড গুলি চলেছে বলে জানা গেছে৷ ঘটনায় এক…

সাড়ে ৬ টা থেকে ৮ টা অবধি একটানা চলল অপারেশন৷ আটক এক সিআইএসএফ কনস্টেবল। ২০ থেকে ২৫ রাউন্ড গুলি চলেছে বলে জানা গেছে৷ ঘটনায় এক জনের মৃত্যু হয়েছে৷ আহতের অবস্থা আশঙ্কাজনক৷ হামলাকারীকে আটক করেছে পুলিশ৷

পুলিশ সূত্রে খবর, এদিন অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিনীত গোয়েল উপস্থিত হন৷ যে জায়গায় হামলাকারী ছিল সেই জায়গার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়৷ এরপর কাদানে গ্যাস ব্যবহার করে তাঁকে নিরস্ত্র করা হয়৷ তবে হামলাকারীকে নিয়ে যাওয়ার সময় এদিন সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়তে দেখা যায় তাঁকে।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যে সাড়ে ছ’টা নাগাদ এক সিআইএসএফ কর্মী একে-৪৭ রাইফেল থেকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। হামলাকারীর নাম অক্ষয় কুমার মিশ্র৷ তার গুলিতে গুলিবিদ্ধ হন ২ জন। যাদের মধ্যে এক সিআইএসএফ কনস্টেবলের মৃত্যু হয়েছে। ডিএসপি পদমর্যাদার আরও এক অফিসার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। নিহতের নাম রঞ্জিত সরঙ্গি। তিনিও ওড়িশার বাসিন্দা। আহত জওয়ানের নাম সুবীর ঘোষ। জানা গিয়েছে, ছুটি নিয়ে বিবাদের কারণেই এই ঘটনা ঘটেছে৷

পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্ত কনস্টেবল যাতে আত্মসমর্পণ করতে পারেন, সেই চেষ্টাই করা হয়েছে প্রথম থেকে। প্রথমে একাধিক চেষ্টা করা হলেও শেষমেশ আত্মসমর্পণ করতে বাধ্য হন তিনি। আটক করারা পর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ জানিয়েছেন পুলিশ সুপার বিনীত গোয়েল।