High Court: গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় নয়া মোড়

গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় নয়া মোড়। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় ক্রমশ চাপ বাড়ছে হাইকোর্টের নিযুক্ত কমিটির অপর। এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হল…

গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় নয়া মোড়। গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির মামলায় ক্রমশ চাপ বাড়ছে হাইকোর্টের নিযুক্ত কমিটির অপর।

এবার অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি হল তিন সপ্তাহ পর্যন্ত। বৃহস্পতিবার বিচারপতিহরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়।

   

যদিও যাদের যাদের অবৈধভাবে নিয়োগ হয়েছে তা যদি প্রমাণিত হয় তাহলে চাকরির প্রথমদিন থেকে আদালতের নির্দেশ পর্যন্ত যে বেতন তারা পেয়েছেন তা সম্পূর্ণ ফেরত দিয়ে দিতে হবে। পাশাপাশি ২০১৯ সালের নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য স্কুল সার্ভিস কমিশনকে তুলে দিতে হবে আদালতের কাছে।

আদালতের নির্দেশের আগে এবং পরে কমিশন নির্দেশ পালন করেছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে মামলার পরবর্তী শুনানি আগামী দুই সপ্তাহ পর।