SBI: এসবিআই-এর নির্বাচনী বন্ড থেকে উঠে এলো চমকে দেওয়ার মতো তথ্য

সদ্য এসবিআই (SBI BOND) -এর নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ পেয়েছে। সেই প্রকাশিত তালিকাতে দেখা গিয়েছে,২০১৯ সাল থেকে রাজনৈতিক দলগুলিকে সবথেকে বেশি যারা অনুদান দিয়েছে তাদের…

SBI Requests Extension to Provide Information on Bonds

সদ্য এসবিআই (SBI BOND) -এর নির্বাচনী বন্ডের তথ্য প্রকাশ পেয়েছে। সেই প্রকাশিত তালিকাতে দেখা গিয়েছে,২০১৯ সাল থেকে রাজনৈতিক দলগুলিকে সবথেকে বেশি যারা অনুদান দিয়েছে তাদের মধ্যে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড বিশেষ ভাবে উল্লেখযোগ্য। এরা বিভিন্ন রাজনৈতিক দল গুলিকে নির্বাচনী বন্ডের মাধ্যমে ১৩৬৮ কোটি টাকা অনুদান দিয়েছে ২০১৯-২০২৪ সাল পর্যন্ত। সুত্রের মাধ্যমে জানাযায় এই সংস্থার মালিক সান্তিয়াগো মার্টিন নামে এক ব্যক্তি। যার নিবাস দক্ষিন ভারত। ব্যবসাইক সূত্রে তাকে আবার ‘লটারিং কিং’নামেও ডাকা হয়ে থাকে।

সান্তিয়াগো মার্টিনের চ্যারিটেবল ট্রাস্টের ওয়েবসাইটে বলা হয় অতীতে তিনি মায়ানমারের রেঙ্গুনে একজন দিনমজুর শ্রমিক হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন। ১৯৮৮ সালে তিনি ভারতে ফিরে আসেন এবং তামিলনাড়ুতে একটি লটারি ব্যবসা শুরু করেন। পরে তিনি সেই ব্যসবা কর্ণাটক এবং কেরলেও ছড়িয়ে দেন। পরে উত্তর-পূর্ব ভারতেও নিজের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটান। এরপর একেএকে উত্তর-পূর্ব ভারতে সরকারি লটারি স্কিমগুলিরও পরিচালনা করতে থাকে। পরবর্তীকালে তিনি ভুটান এবং নেপালেও নিজের লটারি ব্যবসা শুরু করেন। এবং তাঁর নিজেস্ব ওয়েবসাইটে বলেন তিনি নাকি লটারির ব্যবসায় সাফল্য পাওয়ার পরেই তিনি রিয়েল এস্টেট, টেক্সটাইল এবং হোটল সহ অন্যান্য ব্যবসায় সূচনা করেছেন। এর পাশাপাশি তিনি অনলাইন গেমিং, ক্যাসিনো এবং স্পোর্টস বেটিং-এর দিকেও নজর দিয়েছিলেন ।

অবশেষে এদিকে ২০১৯ সাল থেকে অর্থ তছরুপ প্রতিরোধ আইনের অধীনে সান্তিয়াগোর সংস্থার বিরুদ্ধে তদন্ত চলছে। ২০২৩ সালের মে মাসে তাদের কোয়েম্বাটোর এবং চেন্নাইয়ে ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের অফিসে হানা দিয়েছিল ইডি। এর আগে কেরল ও সিকিম সরকারের লটারির টিকিট বিক্রিতে কারচুপির অভিযোগে সংস্থাটির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিল সিবিআই।