Maharashtra Crisis: মুম্বই ফিরলে মার খাওয়ার সম্ভাবনা, বিদ্রোহী শিব সেনা নেতা শিন্ডে চিন্তিত

এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের ঘর ‘মাতশ্রী’তে খানিকটা স্বস্তির হাওয়া। ধীরে ধীরে পাওয়ার পলিটিক্স (Pawar Politics) জমাট…

Maharashtra Crisis

এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের ঘর ‘মাতশ্রী’তে খানিকটা স্বস্তির হাওয়া। ধীরে ধীরে পাওয়ার পলিটিক্স (Pawar Politics) জমাট হচ্ছে। সূত্রের খবর, বিদ্রোহী বিধায়কদের বাগে আনতে সদস্যপদ খারিজের যে বুদ্ধি শরদ পাওয়ার দিয়েছিলেন তাতে চাপে পড়ে গেলেন একনাথ শিন্ডে। তাঁর শিবিরে ঢুকল ঘরে ফিরে মার খাওয়ার ভয়। শিন্ডে শিবিরের একাধিক বিধায়কের অফিসে ভাঙচুর চলছে। মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট (Maharashtra Crisis) নতুন মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে।

গুয়াহাটিতে ঘাঁটি গেড়েছেন শিন্ডে। তাঁর সঙ্গে ৪০ জন বিধায়ক আছেন। দাবি মোট ৫০ জন যোগাযোগ রেখেছেন। এই বিদ্রোহী শিব সেনা বিধায়কদের মধ্যে ১৬ জনের বিধায়ক সদস্যপদ খারিজের দাবিতে ডেপুটি স্পিকারের কাছে আবেদন জানিয়েছিল শিবসেনা৷ তাদেরকে নোটিশ পাঠাতে চলেছেন ডেপুটি স্পিকার। সোমবার শুনানির সম্ভাবনা৷ বিক্ষুব্ধদের সশরীরে হাজিরা মুম্বইতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরের তরফে বিধায়কদের পদ খারিজের যে আবেদন জমা পড়েছে, তা গ্রহণ করেছেন ডেপুটি স্পিকার। অসমে বিজেপি সরকার। ফলে বিদ্রোহী শিব সেনা বিধায়কদের গুয়াহাটিতে বিশেষ নিরাপত্তা দিয়ে প্রচ্ছন্ন মদতে অভিযুক্ত বিজেপি।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

বিদ্রোহের জেরে মহারাষ্ট্রে সরকার এখন মহাসংকটে৷ বিদ্রোহী একনাথ শিন্ডেকে সরিয়ে শিবসেনার পরিষদীয় দলনেতা পদে অজয় চৌধুরীকে আনা হয়েছে। শিল্ডের উপর চাপ বাড়িয়েছেন এনসিপি নেতা পাওয়ার। শিল্ডের তরফে শিব সেনা মুখ্যসচেতক পদে ভারত গোগাওয়ালার প্রস্তাব দেওয়া হয়। সেই প্রস্তাব খারিজ হয়েছে। উদ্ভব শিবির চায় মুম্বইয়ে এসে মুখোমুখি হোক বিক্ষুব্ধরা।

বিধায়ক পদ খারিজ নোটিশে পর শিন্ডে শিবিরে লেগেছে দোলা। মহারাষ্ট্রে সরকার বাঁচাতে উদ্ধভ পক্ষের তরফে বিধায়কদের পদ খারিজের পদক্ষেপ খুব শীঘ্রই নেওয়া হতে পারে। সেক্ষেত্রে আইনি পথ অনুসরণ করে বিধায়ক পদ টিকিয়ে রাখতে পারেন তাঁরা। অথবা নির্বাচনের মাধ্যমে নিজেদের জায়গা সুনিশ্চিত করতে পারেন৷ সেই প্রক্রিয়া শুরু করেছেন একনাথ শিন্ডে শিবিরের বেশ কয়েকজন বিধায়ক৷ পিঠ বাঁচাতে ডেপুটি স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনছেন তাঁরা।

শোনা যাচ্ছে, বিধায়করা মহারাষ্ট্রে ফিরলেই দিকে দিকে শুরু হবে বিক্ষোভ। তাই আগে থেকেই সরকারের তরফে পুলিশকে হাই এলার্ট থাকতে বলা হয়েছে। কোনও অশান্তি যাতে না হয়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে।