Rabindra Sarovar: রবীন্দ্র সরোবরে যজ্ঞের অনুমতি দিল পরিবেশ আদালত

জাতীয় পরিবেশ আদালত রবীন্দ্র সরোবরে যজ্ঞ করার অনুমতি দিল। উল্লেখ্য, রবীন্দ্র সরোবরে দূষণকে আটকাতে এর আগে সেখানে সমস্ত রকমের পুজো, অনুষ্ঠান, ছট পুজোয় নিশেধাজ্ঞা জারি…

Rabindra Sarovar Lake

জাতীয় পরিবেশ আদালত রবীন্দ্র সরোবরে যজ্ঞ করার অনুমতি দিল। উল্লেখ্য, রবীন্দ্র সরোবরে দূষণকে আটকাতে এর আগে সেখানে সমস্ত রকমের পুজো, অনুষ্ঠান, ছট পুজোয় নিশেধাজ্ঞা জারি করা।

এবার একটি মামলার পরিপ্রাক্ষিতে রবীন্দ্র সরোবরে যজ্ঞ করার অনুমতি দিয়েছে। আদালতের তরফে জানান হয়েছে যে নিষদ্ধ থাকা সত্ত্বেও পরিবেশ মেনে যজ্ঞ করা জেতে পারে। তাতে কোন অসুবিদা নেই। তবে এই রায় নিয়েই শুরু হয়েছে বিতর্ক। রায়কে চ্যালেঞ্জ করা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন পরিবেশকর্মীরা।

মামলার বয়ান সূত্রে জানা গিয়েছে, একটি স্বেচ্ছাসেবী সংস্থা সরোবরের দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা কলকাতা মেট্রোপলিটন ডেভলপমেন্ট অথরিটির (কেএমডিএ) কাছে সরোবরে যজ্ঞ করতে চেয়ে আবেদন জানায়। কেএমডিএ সেই আবেদনে সায় দেয়নি। নাকজ করে দেয় সেই আবেদনকে। এরপরই সেই স্বেচ্ছাসেবী সংস্থা দ্বারস্থ হয় জাতীয় পরিবেশ আদালতে। স্বেচ্ছাসেবী সংস্থা নানারকম গবেষণাপত্র দেখিয়ে বলে যে ‘যজ্ঞ করতে সমস্যা কোথায়?’ তারা তাদের রিপোর্ট দাবি করা যে যজ্ঞের ধোঁয়া পরিবেশবান্ধব এবং তা জীবাণুনাশক, পাশাপাশি মানুষের শ্বাসযন্ত্র ভালো রাখতে সাহায্য করে।

জাতীয় পরিবেশ আদালত যজ্ঞের অনুমোতি দেয়। সঙ্গে এটাও জানানো হয় আদালতের তরফ থেকে যে কেউ যদি মনে করে এই রায়ে পরিবেশবিধি লঙ্ঘন হয়েছে তাহলে উচ্চ আদালতে আবেদন জানাতে পারবে।