Loksabha election 2024: দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে সরকারকে সরিয়ে বিজেপিকে ভোট দেওয়ার ডাক মোদীর

সুপার সানডে তে বাংলার চারটি সভা করলেন বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইদিন চারিটি সভা থেকেই তিনি তৃণমূল সরকারকে একযোগে আক্রমণ করলেন। হাওড়ার সাঁকারাইলের সভা থেকে…

biggest allegation against me that i own 250 pairs of clothes says pm modi

সুপার সানডে তে বাংলার চারটি সভা করলেন বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এইদিন চারিটি সভা থেকেই তিনি তৃণমূল সরকারকে একযোগে আক্রমণ করলেন। হাওড়ার সাঁকারাইলের সভা থেকে ভোটারদের নতুন বাংলা গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী। সুপার সানডে-তে রাজ্য সফরে এসে চারটি সভা করেন প্রধানমন্ত্রী। দিন শেষে সাঁকরাইলের সভা থেকে আরও একবার দুর্নীতিমুক্ত বাংলা গড়ার ডাক দিলেন তিনি। হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর সমর্থনে করা সভা থেকে প্রধানমন্ত্রী একাধিক ইস্যুতে তৃণমূলকে কড়া আক্রমণ করেন। তাঁর মুখে উঠে আসে সন্দেশখালি প্রসঙ্গ।

এইদিন তিনি হাওড়ার সভা থেকে বলেন, “একটা সময় ছিল যখন হাওড়া বিভিন্ন উদ্যোগের হাব ছিল। এখানে বিভিন্ন ধরনের মিল থেকে শুরু করে কারখানা ছিল। কিন্তু প্রথমে বামেরা আর কংগ্রেস পরে তৃণমূল সব শেষ করে দিয়েছে। ” তিনি আরও বলেন যে, “দুর্নীতির মুক্ত বাণিজ্য চালায় তৃণমূল। অন্য দুর্নীতির পাশাপাশি লটারি দুর্নীতির নেপথ্যেও আছেন তৃণমূলের নেতারা। এই লটারি দুর্নীতি বাংলার যুব সমাজকে শেষ করে দিয়েছে। অথচ সরকার সেই দোষীদেরই বাঁচাচ্ছে।”

   

এইদিন তাঁর গলায় সন্দেশখালির প্রসঙ্গের কথায় তিনি জানান, হাওড়া-সহ বাংলায় আন্তর্জাতিক পরিকাঠামো তৈরি হচ্ছে। হাওড়ায় জলের তলা দিয়ে মেট্রো চলছে। দেশের মধ্যে এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি।