‘মৃত’ বাবার জ্ঞান ফিরতেই দেহ রেখে চম্পট অভিযুক্ত ছেলেরা

হুগলি: যে ছেলেদের জন্য নিজের সর্বস্বটুকু দিয়েছেন বাবা তাদের হাতেই মৃত্যু হবে তা হয়তো তিনি স্বপ্নেও ভাবতে পারেননি৷ সম্পত্তির জন্য বাবাকে খুনের চেষ্টা ছেলেদের৷ চাঞ্চল্যকর…

DEATH

হুগলি: যে ছেলেদের জন্য নিজের সর্বস্বটুকু দিয়েছেন বাবা তাদের হাতেই মৃত্যু হবে তা হয়তো তিনি স্বপ্নেও ভাবতে পারেননি৷ সম্পত্তির জন্য বাবাকে খুনের চেষ্টা ছেলেদের৷ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড় বেহুলা আয়দায় এলাকায়৷ মৃত ব্যক্তির নাম মদন ঘোষ (৬৮)৷ অভিযুক্ত ছেলেদের নাম মন্টু ও সন্টু৷

জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে প্রায়ই বাবা মদন ঘোষের সঙ্গে ঝামেলা হল ছেলেদের৷ এরপর মদন বাবু তাঁর সম্পত্তির অর্ধেকটা তাঁর দুই ছেলে মন্টু ও সন্টুর মধ্যে ভাগ করে দেয়৷ কিন্তু এরপরেও শান্তিতে থাকতে পারতেন না মদন বাবু৷ বাকি অর্ধেক সম্পত্তি নিয়ে ছেলেরা তাঁর সঙ্গে অশান্তি করত৷

   

পরিবার সূত্রে জানা যায়, দুই ছেলের নিজস্ব দুতলা বাড়ি আছে৷ অথচ বাবার ঘরের চাল দিয়ে জল পড়ে৷ নিজের ঘরের মেরামত করার জন্য ওই বৃদ্ধ টিন কিনে দিতে বলেছিলেন৷ তা নিয়ে ফের ঝগড়া শুরু হয় বাবা ও ছেলেদের মধ্যে৷ অভিযোগ, বচসার মাঝেই বাবার মাথায় ইটের ঘা বসিয়ে দেয় ছেলে৷ অচৈতন্য হয়ে পড়েন বৃদ্ধ মদন৷

এরপরেই ওই বৃদ্ধ মারা গিয়েছেন ভেবে ট্রলি ভ্যানে চাপিয়ে গঙ্গার ঘাটের দিকে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয় দুই ছেলে৷ এরই মধ্যে জ্ঞান ফিরে আসে বৃদ্ধের৷ লোকজন দেখে ফেলার ভয়ে ভ্যান রেখে পালিয়ে যায় মন্টু ও সন্টু৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ৷ ওই বৃদ্ধকে উদ্ধার করে বলাগড় ব্লক হাসপাতালে নিয়ে যায়৷ সেখানে তাঁর মৃত্যু হয়৷

পরে দেহ ময়নাতদন্তের জন্য চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে পাঠানো হয়৷ অন্যদিকে, ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া দুই ছেলের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷ অভিযুক্তদের খোঁজ চলছে বলে জানায় স্থানীয় থানার পুলিশ৷