Narayan Debnath : প্রয়াত কার্টুনিস্ট নারায়ণ দেবনাথ

প্রয়াত  হলেন বিখ্যাত কার্টুনিস্ট  নারায়ণ দেবনাথ (Narayan Debnath) । মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সওয়া ১০টা নাগাদ দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের…

প্রয়াত  হলেন বিখ্যাত কার্টুনিস্ট  নারায়ণ দেবনাথ (Narayan Debnath) । মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর। জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সওয়া ১০টা নাগাদ দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

Advertisements

গত কয়েক দিন ধরেই নারায়ণ দেবনাথের স্বাস্থ্যের ব্যাপারে চিন্তিত ছিলেন বইপ্রেমীরা। হাঁদা, ভোঁদা, বাঁটুল, নন্টে, ফন্টেরা বারেবারে ঘুরেফিরে এসেছে সামাজিক মাধ্যমে। বাংলা চিত্রকাহিনির সেই প্রাণ পুরুষ বিদায় নিলেন এবার। রয়ে গেল তাঁর সৃষ্ট অমর কিছু চরিত্র। রেখে গেলেন শৈশবের জন্য অমূল্য সম্পদ।

বিজ্ঞাপন

সূত্র উদ্ধৃত করে খবরে প্রকাশ, মঙ্গলবার সকাল থেকেই হৃদযন্ত্রে সমস্যা দেখা দিয়েছিল নারায়ণ দেবনাথের৷ ওঠানামা করছিল রক্তচাপ। চিন্তার ভাঁজ পড়েছিল চিকিৎসকদের কপালে৷ কিংবদন্তিতে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিল হাসপাতাল। কিন্তু ব্যর্থ হয়েছে সেই চেষ্টা। নতুন বছরের প্রথম মাসে আরও এক মহীরুহ পতন।

তাঁকে গত বছর ডিসেম্বরের ২৪ তারিখে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফুসফুসের সঙ্গে কিডনিতেও ছড়িয়ে পড়েছিল সমস্যা। অবস্থার অবনতি হওয়ায় ১৬ জানুয়ারি তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়। রক্তে অক্সিজেনের মাত্রাও নিয়ন্ত্রিত ছিল না।