BJP: ভুয়ো মামলায় গ্রেফতারের ভয়ে আদালতে নন্দীগ্রামে জয়ী বিজেপি পঞ্চায়েত সদস্যরা

ভুয়ো মামলায় গ্রেফতারের আতঙ্ক নন্দীগ্রামে জয়ী বিজেপির পঞ্চায়েত সদস্যরা আদালতের দরজায় এলেন।কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের জয়ী BJP প্রার্থীরা। বুধবার নন্দীগ্রামে বোর্ড গঠন,…

BJP Calls for 12-Hour Bandh in North Bengal

ভুয়ো মামলায় গ্রেফতারের আতঙ্ক নন্দীগ্রামে জয়ী বিজেপির পঞ্চায়েত সদস্যরা আদালতের দরজায় এলেন।কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের জয়ী BJP প্রার্থীরা। বুধবার নন্দীগ্রামে বোর্ড গঠন, তার আগেই নন্দীগ্রামের দুটি ব্লকের ১৭টি পঞ্চায়েতের বিজেপির বিজয়ী প্রার্থীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করতে পারে পুলিশ। এই অভিযোগ নিয়ে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি প্রার্থীরা। মঙ্গলবার বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানি।

মামলাকারীদের বক্তব্য, নন্দীগ্রামের দুটি ব্লকের ১৭ টি পঞ্চায়েতের বিজয়ী প্রার্থীরা বোর্ড গঠনে যাতে হাজির থাকতে না পারেন, তার জন্য পুরনো মামলায় পুলিশ তলব করতে পারে।

উল্লেখ্য, নন্দীগ্রামে ১৫ জন জয়ী বিজেপি প্রার্থীকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তাদের গ্রেফতারির ওপর অন্তবর্তী স্থগিতাদেশ জারি করেছিল বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ। সেবারে শুনানিতে রাজ্য সরকারের তরফে আইনজীবী সওয়াল করেন, বেশ কয়েকজন দুষ্কৃতী রয়েছে। তারপর তিনি বিজেপি প্রার্থীদের রক্ষাকবচ দেন। এবার বিজেপি ১৭ জন প্রার্থী বোর্ড গঠনের আগে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

এছাড়াও রানাঘাট ১ নম্বর ব্লক, হবিবপুর, দক্ষিণ ২৪ পরগনা-সহ বিভিন্ন জেলায় একইভাবে বোর্ড গঠনে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আবার কোথাও নির্দল জয়ী প্রার্থীকে বোর্ড গঠনে অংশ নেওয়া বাধা দেওয়া হয়েছে। অভিযোগের তির শাসকদলের বিরুদ্ধে। পুলিশি নিরাপত্তায় বোর্ড গঠন, আবার কোথাও বোর্ড গঠনে পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা দেওয়ার দাবিতে মামলাও করা হয়। সেই আবেদন গ্রহণ করে আদালত। আজ, সোমবার ও মঙ্গলবার যাবতীয় মামলার শুনানির সম্ভাবনা।