CBI: তৃ়ণমূল দখলে থাকা পুরসভায় সিবিআই তল্লাশি, ব্যতিক্রম বাম-তাহেরপুর

প্রথম দফায় ১৪টি পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে চলছে (CBI) সিবিআই তল্লাশি। অভিযোগ তৃ়ণমূল কংগ্রেস পরিচালিত পুরসভাগুলিতে ব্যাপক নিয়োগ দুর্নীতি হয়েছে। ব্যতিক্রম (cpim) সিপিআইএম পরিচালিত নদিয়ার…

প্রথম দফায় ১৪টি পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে চলছে (CBI) সিবিআই তল্লাশি। অভিযোগ তৃ়ণমূল কংগ্রেস পরিচালিত পুরসভাগুলিতে ব্যাপক নিয়োগ দুর্নীতি হয়েছে। ব্যতিক্রম (cpim) সিপিআইএম পরিচালিত নদিয়ার তাহেরপুর পুরসভা। এই পুরসভার বিরুদ্ধে তেমন কোনও অভিযোগ আসেনি। গত পুরভোটে তাহেরপুর বাম শক্তির দখলেই থেকেছে। রাজ্যে একমাত্র এই একটি পুরসভা সিপিআইএম পরিচালনা করছে।

সিবিআই সূত্রে খবর, মোট ৬০টি পুরসভা নজরে আছে। তারমধ্যে বুধবার ১৪টি পুরসভায় একযোগে শুরু হয় সিবিআই তল্লাশি। একের পর এক পুরসভায় সিবিআই হানা দুর্নীতির তদন্ত চলছে। ফের রাজ্য সরগরম।

নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যজুড়ে সিবিআই তল্লাশি চলছে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলার পুরসভাগুলোতে সিবিআই তল্লাশি ঘিরে সরগরম রাজনৈতিক মহল।

পুর ও নগরন্নোয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের দফতর সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরে সিবিআই তল্লাশি চলে। ফিরহাদ বলেন সবই রাজনৈতিক উদ্দেশ্যে চলছে। তল্লাশি চলে চুঁচুড়া, শান্তিপুর, ব্যারাকপুর পুরসভায়। পানিহাটি, দক্ষিণ দমদম পুরসভায় সিবিআই টিম তল্লাশি চালায়।

সিবিআই সূত্রে খবর, রাজ্যে পুর নিয়োগে যে দুর্নীতির অভিযোগ উঠেছে এদিন তল্লাশি চালিয়ে একাধিক তথ্য মিলতে পারে। ২০১৪ সালের পর নিয়োগ করার আগে বিজ্ঞপ্তির কপি প্রার্থীদের তালিকা সংগ্রহ করছে সিবিআই।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে কুন্তল ঘোষ ও শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সূত্র ধরেই সামনে আসে অয়ন শীলের নাম। তার বাড়ি, অফিসে অভিযান চালিয়ে উদ্ধার হয়েছিল রাজ্যের একাধিক পুরসভা নিয়োগ সংক্রান্ত নথি।এর পরই পুর নিয়োগ দুর্নীতির ইস্যুটি সামনে আসে।