বিধায়ক অতীন ঘোষের বিস্ফোরক দাবি, পুরভোটে তৃণমূলের হয়ে ‘কাজ করেছে’ অর্জুন

কলকাতা পুরভোটে স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুমন সিংয়ের হয়ে কাজ করেছে অর্জুন। কাশীপুরের অর্জুন চৌরাসিয়া রহস্য মৃত্যুর পর এমনই বিস্ফোরক দাবি করলেন বিধায়ক অতীন ঘোষ।…

Deputy Mayor Atin Ghosh's Car Involved in Accident

short-samachar

কলকাতা পুরভোটে স্থানীয় তৃণমূল কংগ্রেস কাউন্সিলর সুমন সিংয়ের হয়ে কাজ করেছে অর্জুন। কাশীপুরের অর্জুন চৌরাসিয়া রহস্য মৃত্যুর পর এমনই বিস্ফোরক দাবি করলেন বিধায়ক অতীন ঘোষ। তবে বিজেপির দাবি, মৃত অর্জুন তাদের কর্মী।

   

কাশীপুরে ঘটনাস্থলে পৌঁছে বিধায়ক অতীন ঘোষ বলেন অর্জুন বিজেপি করত না। ক্লাবের সক্রিয় কর্মী ছিল। পুরভোটে তাদের হয়ে প্রচারের কাজ করেছে। এখন একটা মৃত্যুকে নিয়ে রাজনীতি করছে বিজেপি।

অর্জুন চৌরাসিয়ার মৃত্যুকে শুরু হয়েছে তৃণমূল বনাম বিজেপির দ্বন্দ্ব। যে জায়গায় অর্জুনের মৃতদেহ উদ্ধার হয়েছে সেখানে কাশীপুর-বেলগাছিয়ার বিধায়ক অতীন ঘোষকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। গো ব্যাক স্লোগান চলে বিজেপির তরফে। পুলিশের আধিকারিকরা দুই পক্ষকে আটকে রাখার চেষ্টা করছে।

অতীন ঘোষের বক্তব্য, যারা পুলিশকে দেহ নিয়ে যেতে আটকাচ্ছে তারা কারা? পুলিশকে দেহ বের করে নিয়ে যাওয়ার কথাও বলেন তিনি। সেইসঙ্গে তিন বলেন, অর্জুনের পরিবারের আসল সদস্য কারা? কারা সিবিআই দাবি করছে সেটা খতিয়ে দেখা দরকার।

আজই কলকাতায় উপস্থিত হয়ে কাশীপুরের উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন উত্তর কলকাতার বিজেপির সভাপতি কল্যাণ চৌবে। এছাড়াও ঘটনাস্থলে যাবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্যান্য নেতারাও।